পাতা:পৃথিবী.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৭৯ ]

 উপরের তালিকায় দুই প্রণালীতে পৃথিবীর যুগবিভাগ প্রদর্শিত হইয়াছে। প্রথম স্তম্ভে পর্য্যায়-ক্রমানুসারে যুগবিভাগ হইয়াছে, আর দ্বিতীয় স্তম্ভের বিভাগ উৎসাময়িক প্রাণীর প্রকৃতি অনুযায়ী; তৃতীয় স্তম্ভে অন্তর-যুগবিভাগ সন্নিবেশিত। যুগ-পরস্পরার মধ্যে চারিটি স্পষ্ট লক্ষণাক্রান্ত, তাহাদের পূর্ববর্তী সময় সে রূপ নহে সেই জন্য তাহাকে সাধারণতঃ প্রারম্ভকাল বা সাইরিয়নের পূর্ববর্তী (InfraSiluriau) কাল কহা যায়। দ্বিতীয় স্তম্ভের নামকরণের আর ব্যাখ্যা আবশ্যক করে না।

 এখন প্রত্যেক যুগ ও তাহার অন্তর যুগ কিরূপ মৃত্তিকাত নির্ম্মিত, কিরূপ জীব জন্তু ও উদ্ভিদ সে যুগে উৎপন্ন তাহার সংক্ষেপে আলোচনা আরম্ভ হইতেছে।

 আদিম কালের সেই ভয়ানক ঝটিকা, সেই ভয়ানক অগ্ন্যুৎপাত যাহা আমরা “পৃথিবীর উৎপত্তি”তে দেখিয়া আসিয়াছি তাহা ক্ষান্ত হইলে প্রকৃতি শান্ত গীর হইয়া পলি। প্রারক্ত কালে যখন পৃথিবীর প্রথম আবরণ নির্মিত হয় তখন কোন প্রাণী মাত্রেরই চিহ্ন দেখিতে পাওয়া যায় না। তখন পৃথিবীর উত্তাপ এত অধিক ছিল, যে সে উত্তাপে কোন প্রাণী * জন্মান অসম্ভব।তারাহীন অমাব


 *বিজ্ঞানে জীব জন্তুর ন্যায় উদ্ভিদের প্রাণ আছে বলিয়া নির্দ্দিষ্ট হয়, সুতরাং এই প্রস্তাব প্রাণীশব্দে উদ্ভিদাদিও বুঝাইবে।