পাতা:পৃথিবী.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৯৩ ]

পারমিশনের প্রাণী প্রায় কাবনিফরসেরই অনুরূপ, কিন্তু ইহার পরবর্তী যুগের জীব দু একটিও এই যুগে দেখা যায়। এ যুগ্নেই প্রথম ঝিনুক জন্মে। শম্বুক প্রভৃতি অন্যান্য জীব ছাড়া গ্যানয়েড ও প্লাসয়েড মৎস্য এ সময়ে অনেক দেখা যায়। এ সময়ের আবহাওয়া অনেকটা পূর্ববর্তী অন্তর-যুগের ন্যায়, কিন্তু অধ্যাপক ব্ল্যামজে দেখাইয়াছেন যে এ সময়ে দুই এক স্থানে হিমশৈলের কার্য্য (Glacial action) লক্ষিত হয়।

 এই তো প্রথম যুগের সংক্ষিপ্ত আলোচনা করিয়া দেখা গেল প্রাণীর প্রথম আবির্ভাবই বর্তমান যুগের বিশেষ লক্ষণ। প্রাণীদিগের মধ্যে মনুষ্য এখন যেমন শ্রেষ্ঠ জীব তেমনি এ যুগের সমুদ্রে গেনইড নামক যে উজ্জ্বলবর্ণ মৎস্য বাস করিত, তাহারা তখনকার মধ্যে শ্রেষ্ঠ। ট্রাইলোবাইট জাতীয় কাঁকড়া এই যুগে জন্মে এবং এই যুগে তাহা লোপ পায়। পক্ষী কিম্বা স্তন্যপায়ী জীর এখনো জন্মে নাই। উদ্ভিদাদি বিশেষ উৎকর্ষ লাভ করে নাই, এ যুগের শেষ দিকে দু একটি সরীসৃপের পদচিহ্ন পাওয়া যায়। এই কালের পৃথিবীর সর্বত্রই প্রায় আব হাওয়া একরূপ, মেরুসন্নিহিত প্রদেশেও যেরূপ আর বিষুবরেখা-সন্নিহিত প্রদেশেও সেইরূপ। পৃথিবী মিজে এই যুগে এত উঞ্চ ছিল যে তাহার উপর সূর্য্য-উত্তাপের বিশেষ প্রভাব ছিল না। পৃথিবীর উত্তপ্ত তরল গর্ভ হইতে