পাতা:পৃথিবী.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূ-পঞ্জর। سبسهتيمية تيس. ষষ্ঠ অধ্যায়। তৃতীয় প্রস্তাব । তৃতীয় যুগ। তৃতীয় যুগের প্রারম্ভে ভারতবর্ণ আফ্রিকা সংলগ্ন একf মহাদেশভূক্ত ছিল। ভারতবর্নের উত্তর পূৰ্ব্বে আধুনিক আসামের অধিকাংশ, পশ্চিমে সম্পূর্ণ না হউক প্রায় সমস্ত পারস্য, বেলুচিস্তান ও সিন্ধু নদীর সন্নিহিত প্রদেশ, এবং গাঙ্গেয় প্রদেশের উত্তরাংশ অধিকার করিয়া সমুদ্র অবস্থিত ছিল। এই পশ্চিম সমুদ্রের এক শাখা কাশ্মীরের মধ্য দিয়া ল্যাডাক উপত্যক পৰ্যন্ত বিস্তৃত ছিল। তৃতীয় যুগের প্রারস্তে তিব্বত ও হিমালয় প্রদেশ সমুদ্র হইতে অল্পই উচ্চ ছিল, পরে যে বিপ্লব দ্বারা ক্রমশ হিমালয় উন্নত হইয়াছে, যাহার দ্বারা হিমালয়ের স্তর সকল লণ্ড ভণ্ড হইয়া রূপান্তরিত হইয়াছে, তাহা ইয়োসিন অস্তরযুগের শেষ ভাগ হইতে আরম্ভ হইয়া বর্তমানকালেও চলিতেছে ।