বিষয়বস্তুতে চলুন

পাতা:পৃথিবী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১১২]

 গণনা দ্বাৱা দেখা যায় যে সিন্ধুগাঙ্গ প্রদেশের অবনতি বশতঃ হিমালয়ে বর্তমান উচ্চতা উৎপন্ন হইতে পরে না; উহতে হিমালয়কে উর্ধ শৃংখ্যা সাত হাজার ফুট উন্নত করিতে পারে। সুতরাং সিন্ধগাঙ্গ প্রদেশের অবনতি ও হিমালয়ের উন্নতির পরস্পর কার্য কারণ সম্বন্ধ নাই—এতদুভয়ই পৃথিবীর আভ্যন্তরিক শক্তির ক্রিয়া ফল।

 তৃতীয় যুগের প্রারম্ভে ইয়োরোপের ভূপৃষ্ঠ অবস্থা কিরূপ ছিল এইবার দেখা যাউক।

 ক্রিটেসস অন্তর যুগের শেষে ইয়োরোপে সমুদ্র ভাগই অধিক। স্পেন এবং ইটালির অধিকাংশ, হলাও, সুইজারলণ্ড, প্রলিয়া, হানগেরি, ওয়ালেকিয়া, উত্তর সিয়া ও পারিসের কতকাংশ লইয়া চাখড়ি অন্তরযুগের শেষে সমুদ্র বিস্তৃত ছিল। এ সময় জুরাসিক যুগ উৎপন্ন সারবর্গের (Chorbong) ভূখণ্ডের দ্বারা ইংলণ্ড ও ফ্রান্স সংযুক্ত ছিল। পরে ঐ ভূখণ্ড সমুদ্রগ্রস্ত হওয়াতে অধুনা ফ্রান্স ও ইংলও পৃথক হইয়া পড়িয়াছে।

 তৃতীয় যুগে ক্রমশঃ ক্রিটেসস অন্তর যুগের এই বিস্তৃত মহা সমুদ্র ক্রাইতে আরম্ভ করিয়া ইয়োরোপের আধুনিক স্থল ভাগ উৎপন্ন হইয়াছে। এ যুগের একটি বিশেষ লক্ষণ সম্পূর্ণ রূপে নুতন প্রাণী জাতির আবির্ভাব। এ সময় প্রায় সমস্ত পুরাতন স্থলচর