বিষয়বস্তুতে চলুন

পাতা:পৃথিবী.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১৮ ]

ময়োসিন অন্তর যুগ।

 শীত গ্রীষ্ম উভয় দেশের উদ্ভিদ এই অন্তরযুগে একত্রে জন্মিয়া ইহাকে ইহার পূর্ববর্তী অন্তরযুগ হইতে ভিন্ন করিয়াছে। গ্রীষ্মপ্রধান আফ্রিকা দেশের নানা প্রকার বৃক্ষ এবং শীত দেশের ম্যাপল আরোট পিচ এলম ওক, ও বাঁশ তাল প্রভৃতি বৃক্ষাদি ইয়োরাপে এই অন্তর যুগে এক সঙ্গে জন্মে। ইহা ছাড়া এ সময়ে ডুম্বুর বটবৃক্ষ প্রভৃতিও অনেক দেখিতে পাওয়া যায়। শৈবালউদ্ভিদ, পর্ণী-তরু এবং ঝাউজাতীয় বৃক্ষ পূর্ব্ব অন্তরযুগ অপেক্ষা এখন সংখ্যায় অল্প এবং ভুলজাতীয় বৃক্ষই বহু সংখ্যক। পূর্ব অন্তর যুগের বৃক্ষাদি ছাড়া এ সময়ে ঝাউ ও তাল জাতীয় অনেক নূতন গাছ উৎপন্ন হইয়াছে। সংক্ষেপে বর্তমান সময়ের সমস্ত বৃহৎ বৃক্ষেরই প্রথম ছাঁচ এই অন্তর যুগে দেখিয়া মনে হয় উদ্ভিদরাজ্য এ সময়ে তাহার উন্নততম অবস্থায় উঠিয়াছে। এই যুগের বৃক্ষাদি হইতে এক প্রকার নিকৃষ্ট অঙ্গার উৎপন্ন। *


  • সুইজরল্যাণ্ডের এ অন্তর যুগের মৃত্তিকা এরূপ উদ্ভিদ। বশেষ সমাকীর্ণ, যে অধ্যাপক হিয়ারে (Heer) মতে এস্থান তৎকালে ব্রেজিল ও অ্যামেকার সদৃশ নিবিড় অরণ্যময় ছিল। ইহার মধ্যে বর্তমান আমেরিকউদ্ভিদ এত প্রচুর পাওয়া যায় যে উঙ্গের (Unger) বলেন মায়োসিন অন্তর