পাতা:পৃথিবী.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১৯ ]

 স্তন্যপায়ী, পক্ষী, এবং সরীসৃপ এ সময়ের প্রধান জীব। এ সময় অনেক নুতন স্তন্যপায়ী জন্মিয়াছে। এ সময়ের উৎপন্ন পশুদের মধ্যে বানর বাদুড কাঙ্গারু জাতীয় নানাবিধ জন্তু কুকুর ইদুর তাহা ছাড়া অনেক মাংসাশী ও রোমন্থক পশু কাটবিড়াল এবং খরগোস জাতীয় অনেক প্রকার জীব, পক্ষীদিগের মধ্যে চড়াই বক কাক ইত্যাদি, সরীসৃপদিগের মধ্যে সাপ ব্যাং গিরগিটি এখনো বর্ত্তমান। কিন্তু এ সময়ের প্রধান প্রাণী স্থলচর্মী স্তন্যপায়ী, এখন লোপ পাইয়াছে, তাহাদের কঙ্কাল মাত্র এখন অবশিষ্ট। তাহারা এ সময়ে যেমন অনুংখ্যক তেমনি অন্তু দাকার ও বৃহদায়তন।

 এ সময়ের এক রকম প্রকাণ্ড অদ্ভুত স্থলচর্মী জন্তুর কঙ্কাল দেখিয়া প্রাণীবেত্তারা তাহার নাম ভয়ঙ্কর জীব (Dinotherium) রাখিয়াছেন। ইহার আকার অনেকটা হীর ন্যায়, কিন্তু হস্তী হইতে ইহা অনেক প্রকাণ্ড, এবং ইহার নিম্নের দন্তস্তর হইতে দুইটি দন্ত মহিষশৃঙ্গের ন্যায় নিম্নে বক্র হইয়া নির্গত। ইহা দেখিতে যদিও ভয়ানক, কিন্তু শস্যহারী। এই সময়ের হস্তীজাতীয় আর এক রূপ স্থূল-চর্মীকে মাশটডন (অর্থাৎ স্তননিভাকার দন্ত বিশিষ্ট)


যুগে অ্যাটল্যাণ্টিক মহাসাগর স্থলরূপে আমেরিকা ও ইয়োরোপকে সংযুক্ত রাখিয়াছিল।