পাতা:পৃথিবী.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১২৭]

বিশ্বাসটি ঘুচাইবার জন্য ক্যাঁপে ও কুভিয়ের অনেক কষ্ট পাইতে হইয়াছে।

 হরেশ দে সোসর (Horace de Saussure) তাঁর আল্প পরিভ্রমণ (Voyage dans les Alpes) নামক গ্রন্থে লিখিয়াছেন,,১৭২৫, খৃষ্টাব্দে সুইজারল্যাণ্ডে রাইন নদীর বাম পার্শ্বে ইনিংগেন গ্রামের নিকটে এক স্থানে প্রস্তর-তলে একটি কঙ্কাল পাইয়া মনুষ্য-কঙ্কাল বোধে শুকজার (Scheuchzer) নামক এক জন সুইশ প্রাণীবেত্তা ১৭২৬ খৃষ্টাব্দে লণ্ডনের ফিলজফিক্যাল ট্রানজ্যাকসন পত্রিকায় ইহার বিশেষরূপ বর্ণনা করিয়া এক প্রবন্ধ লেখেন। এবং ১৭৩১ খৃঃ অব্দে তিনি আবার এই সম্বন্ধে “মনুষ্য বন্যার সাক্ষী (Homo dcluvii testis) নামক এক খানি পুস্তক লেখেন। পবিত্র ভৌতিক বিদ্যা (Physica Sacra) নামক তাঁহার আর একখানি পুস্তকেও ঐ সম্বন্ধে অনেক কথা আছে।

 “মনুষ বন্যার সাক্ষী” এই কথা লইয়া জার্ম্মনিতে মহা হুলস্থূল চলিল, কিন্তু প্রসিদ্ধ ধর্ম্মউপদেষ্টা ও প্রাণী বেভাসুইজ পণ্ডিত সুকিরের বিরুদ্ধে কেহ কোন কথা কহিতে সাহস করিলেন না—কেবল পিয়ার ক্যাঁপার একাকী এই মতের বিরুদ্ধে যুদ্ধ করিয়া, ১৭৯৭ খৃষ্টাব্দে নিজে এনিংগেন (0 Eningen) পর্যন্ত গিয়া এই কঙ্কাল পরীক্ষা দ্বারা সরীসৃপকঙ্কাল বলিয়া স্থির করেন। কিন্তু ইহা