[ ১৩১ ]
আমেরিকাতে চতুর্থ যুগের প্রারম্ভে মিগেথেরিয়াম[১] মিগেলনিক্স্[২] মাইলডন[৩] গ্লিপটোডন[৪] বলিয়া যে সকল জন্তু ছিল তাহা লোপ পাইয়াছে।
ভারতবর্ষের ঐরূপ পুরাতন লুপ্ত জন্তুর কঙ্কাল যদিও আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই তথাপি বোধ হয় এখানেও ঐরূপ অনেক পুরাতন জাতির লোপ হইয়াছে। মকর বলিয়া আমরা পুরাতন গ্রন্থে যে জলজন্তুর উল্লেখ পাই, ঊহা যে কেবল মাত্র কল্পনাসম্ভূত জীব তাহা কে নিশ্চয় বলিতে পারে? হয়তো সতা সত্যই ঐরূপ কোন প্রকার জীব গুরাকালে এদেশে বর্ত্তমান ছিল।
মামথ বলিয়া একরূপ হস্তী এই সময় পৃথিবীর প্রায় সকল স্থানেই ছিল, তাহারা এখন লোপ পাইয়াছে; ইহা আধুনিক বৃহত্তর হস্তী হইতেও প্রকাণ্ড! দন্তের গঠন প্রভেদ হেতুই মাশ্টডন হইতে মামথ ভিন্ন। মামথের দত্তবিন্যাস আমাদের হস্তীর ন্যায়। এই হস্তীর কঙ্কাল পুরাতন কালে কেহ বা দেবতার কেহবা রাক্ষসের দেহাবশেষ বলিয়া মনে করিত। গ্রীকগণ এই হস্তীর একটা জাহুর অস্থিকে গ্রীকযোদ্ধা এ জ্যাকসের (Ajax) জানু-অস্থি ভাবিয়াছিল এবং এইরূপ কোন