পাতা:পৃথিবী.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩২ ] অস্থি হইতেই এজক্স্পুত্র অ্যাষ্টেরিয়াস্ (Asterius) এবং আরো সহস্ৰ সহস্র প্রকাণ্ড শরীরী মনুষ্যের গল্প নিৰ্ম্মিত। ইয়োরোপীয় ইতিহাসের মধ্যযুগে-(Middle, ages) রচিত Gigantology বলিয়া প্রকাগু শরীরীদিগের যে বিবরণ পুস্তক পাওয়া যায়, তাহাতে এইরূপ অসংখ্য অসংখ্য অদ্ভুত গল্প সন্নিবেশিত ; সে সকলই যে এইরূপ হস্তী-কঙ্কাল হইতে উৎপন্ন তাহার আর সন্দেহ নাই । স্পেনের ইতিহাসেও এইরূপ অনেক গল্প পাওয়া যায়। ক্রিষ্টফার নামক সেন্টের একটি দাত বলিয়া ভেলেন্সের গির্জায় যে অস্থি রক্ষিত আছে তাহা ঐ হস্তীর কষের দাভ। ১৭৪৯ খৃষ্টাব্দে বৃষ্টি কামনায় সেন্ট ভিনসেন্ট গির্জার পাদরিরা যে একটা কল্পিত রাক্ষসের হাত স্বন্ধে করিয়া নগর প্রদক্ষিণ করিয়াছিলেন তাহ এইরূপ প্রকাণ্ড হস্তীর পাশ্বর্ণস্থি (Femur) মাত্র। ফ্রান্সেও এইরূপ অনেক গল্প প্রচলিত । * ১৮ শ শতাব্দীতে মামথ হস্তীর কঙ্কাল ইয়োরোপের নানা স্থানে পাওয়া যায়। প্রথমে লোকের বিশ্বাস ছিল ইহা আধুনিক হস্তীর কঙ্কাল । কোন কোন বিদ্যাভিমানী বলিভেন হানিবল, ইটালি ডাক্রমণ কালে, এই সকল, হস্তী কার্থেজ হইতে লইয়া আইসেন। ইহার ভ্রম সপ্রমাণ করিতে কুভিয়ের অল্পই প্রয়াস পাইতে হইয়াছিল। ইয়োরোপ, আমেরিকা, আসিয়া ও আফ্রিকার সকল স্থানেই এইরূপ হস্তী-কঙ্কাল দেখিতে পাওয়া যায়।