পাতা:পৃথিবী.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৩ ] লেনানীর মোহানায় নুতন সাইবিরিয়া ও লাচোঁ দ্বীপপুঞ্জের অধিকাংশস্থান বলি, ভু্যার ও হস্তিদন্তময়। প্রত্যেকু ঝড়ে সমুদ্র তরঙ্গাঘাতে . যে - সকল মামগ্ৰ হস্তি দন্ত তীরে নিক্ষিপ্ত হয় তাহা দ্বারা তদেশবাসীদের লভ্যজনক বাণিজ্য চলে। প্রত্যেক গ্রীষ্মকালে অসংখ্য যাত্রী, নৌকাঁপথে এই অস্থি দ্বীপাভিমুখে গমন করে এবং প্রত্যেক শীতকালে অসংখ্য কুকুর শকট হস্তিদন্তপূর্ণ করিয়া প্রত্যাগমন করে। এক একটি দন্তের ওজন ৫০ হইতে ১০০ মন পৰ্য্যন্ত । ৫০০ বৎসর ধরিয়া চীনের এই দ্বীপপুঞ্জ হইতে বাণিজ্যের নিমিত্ত হস্তি-দস্ত আহরণ করিতেছে। এবং ১০০ বৎসর ধরিয়া ইহা ইয়োরোপে ও অন্যান্য দেশে প্রেরিত হইতেছে তথাপি ইহার এখনো শেষ নাই। এই অপরিমেয়, অস্থিরাশি স্ত্রীকৃত হইতে কত অসংখ্য অসংখ্য বৎসরই লাগিয়াছে ! সাইবরিয়-ভাষা হইতেই এই হস্তীব নাম মামথ হইয়াছে। বিখ্যাত রুসিয় পণ্ডিত প্যালশি যিনি প্রথমে মাময়ের রীতিমত বন করেন তিনি বলেন তাভারের পৃথিবীকে মামা কহে, এই মামা হইতে মামথ উৎপন্ন, মামথ অর্থাং পৃথিবী-বিবরবাসী। অন্ত মতে, আরবিক মেহিমগ্ন হইতে মামথ উৎপন্ন, মেহিমথ অর্থাৎ অসাধারণ জাকার । অশ্চির্য্যের বিষয়, চীনের মধ্যেও এই সকল - *२ ●