পাতা:পৃথিবী.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১৩৫ ] মধ্যে অধিকাংশই এখন ইলেণ্ডে নাই তাহা তৎকালে ইলেণ্ডের অধিবাণী ছিল। তখন ভল্লুক জাতীয় একরূপ হিংস্ৰক জন্তু ছিল তাহণ সিংহ ব্যাঘ্ৰ কুইতেঁও ভয়ানক । এখন জিজ্ঞাসা এই ইয়ারোপস্থ চতুর্থ যুগের এই সকল পশু কেমন কুরিয়া হঠাৎ লোপ পাইল ? কুভিয়ে এবং পুরাতন ভূবেত্তার বলেন হঠাৎ কোন দুর্ঘটনা দ্বারা একেবারে এই সমস্ত পুরাভন জন্তু বিনষ্ট হইয়াছিল। কিন্তু আধুনিক ভূবেত্তাগণের মতে ক্রমে ক্রমে অল্প অল্প প্রাকৃতিক পরিবর্তন দ্বারাই এই সকল জাতি বিলুপ্ত হইয়াছে, হঠাৎ কোন দুর্ঘটনা বশত নহে। ক্রমশঃ শীতের আধিক্যই এই বিনাশের প্রধান কারণ। তৃতীয় যুগের প্রায়ন্তে ইয়োসিন অন্তরযুগে ইয়োরোপে তাল, নারিকেল ইভ্যাদি গ্রীষ্মদেশীয় বৃক্ষ প্রচুর দেখা যায় ৭ মায়োসিন অন্তরযুগে ইয়োরোপ গ্রীষ্মপ্রধান দেশ থাকিলেও পূর্ববর্তী সময় হইতে শীতাক্রান্ত হইয়াছিল ;•পরে প্লায়োসিন অস্তুর-যুগে ইয়োরোপ আরো শীতল হইল, সেই সময় এখানে চতুর্থ যুগের ভাবী শীতের লক্ষণ দেখা দিল। এইরূপে ক্রমশই ইয়োরোপের উত্তাপ হ্রাস হইয়া ভীষণ শীত-প্রভাবে চতুর্থ যুগে ক্রমে হিমশৈলের কাৰ্য্য আরম্ভ হইল । • * হিমশৈলের পূৰ্ব্বে ইয়োরোপে যে মহাবন্যা হইয়াছিল, সেই সমুদ্র-বন্তায় ধোঁত নানা স্থানের ভিন্ন ভিন্ন মৃত্তিকা