পাতা:পৃথিবী.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 بيان لا } এই ভূখণ্ড উঠিবার সময় তরঙ্গিত সমুদ্র জলরাশি ভূপৃষ্ঠে পড়িয়া দেশ, মহাদেশ, উপত্যক, ছারখার করিয়া দেয়। ভাসস্থত (volcanic) পৰ্ব্বত কিম্ব পর্বতমালা ; যেমন হঠাৎ নিৰ্ম্মিত হয় এই বন্ত। তেমনি সহসা হইয়াছিল ; একবার হইয়াই ইহা ক্ষান্ত হয় নাই, এইরূপ ব্লন্ত যে এক সময়ে একের অধিক বার ইয়োরোপ আক্রমণ করিয়াছিল এই মহাদেশের অনেক স্থানের স্তরসংস্থিতি তাহার সাক্ষী। এই স্তর-সংস্থিতিই যে ইয়োরোপের বন্যার কেবল মাত্র সাক্ষী এমন নহে, স্বস্থানবিচ্যুত আকরিক পদার্থের চাপড়াও এই বস্তার একটি বিশেষ প্রমাণ । 绞 চতুর্থ যুগের এই বস্তার পূৰ্ব্বে অন্তান্ত যুগেও যে এই রূপ অনেক বন্যা হইয়াছিল তাহার সন্দেহ নাই। পৃথিবীর অভ্যস্তরিক উত্তাপের হ্রাস বশতঃ ভূগর্ভ শীতল হইয়া হ্রস্বায়তন হইলে ভূপৃষ্ঠ কুঞ্চিত হইয়া সকল যুগেই প্রায় পৰ্ব্বত ও পর্বতমালা উৎপন্ন হইয়াছে। এইরূপ পৰ্ব্বভ স্বষ্টি হইবার সময় প্রত্যেকবার ভূগর্ভ আন্দোলন হেতু সমুদ্র উচ্ছসিড হইয়। বঙ্গ উৎপন্ন করিয়াছে। কিন্তু চতুর্থ যুগের বস্তার যেরূপ প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় এমন আর কোন যুগের বস্তার নহে। - পূর্বেই বলা হইয়াছে চতুর্থ যুগে ই সময়ে দুইটি বন্ত হয়, প্রথম, ইয়োরোপীয় বন্ত, দ্বিতীয়, আসিয়ার বন্ত ।