পাতা:পৃথিবী.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $8१ } প্রথমে 'মনুষ্য প্রস্ত জীই নিৰ্ম্মাণ করিতে শিখিয়াছিল সন্দেহ নাই। প্রথমতঃ প্রস্তর অপেক্ষ ধাতুকে আকরিক অবস্থ হইতে ব্যবহারোপযোগী করিতে শিক্ষা করা কলসাপেক্ষ। তার পর রসায়ণবিদ্যাবিতের জানেন যে লৌহকে ব্যবহারু উপযোগী করিতে আরো অধিক শিক্ষার অবশ্যক। সহজে আকরিক লৌহকে ব্যবহারোপযোগী করা যায় না । সুতরাং প্রস্তর-অস্ত্রাদি ৫০০০ হইতে ৭০০০ বৎসর পূৰ্ব্বে নিৰ্ম্মিত। এবং পিতল নিৰ্ম্মাণ কাল ৩০০০ হইতে ৪০০০ পৰ্যন্ত । লৌহ আরো আধুনিক। মনুষ্য যে মামথ হস্তীদিগের সমকালীন এবিষয়ে অারে। একটি যুক্তি আছে। আসিয়া ও ইয়োরোপের নান স্থানের হ্রদে একরূপ বাসস্থান-চিহ্ন পাওয়া যায়। বঁশি, কাষ্ঠ প্রভৃতি জলের মধ্যে পুতিয়া সেই ভিত্তির উপর গৃহ নিৰ্ম্মাণ করিয়া তঃন মনুষ্য বাস করিত। তীরে যাইবার আবশ্যক হইলে সেতু ফেলিয়৷ গমন করিত এবং ইচ্ছামত সে সেতু উfইয়া লুইত। আরণ্য জন্তুর ভয়েই এইরূপ বাসস্থান নিৰ্ম্মাণ করিবার সস্তাবনা । সুইজরলণ্ডের হ্রদের এইরূপ বাসস্থানে অসংখ্য অস্ত্র ও মৃৎপাত্ৰাদি পাওয়া গিয়াছে । জুরিজ ও কনষ্ট্যানস হ্রদে কোদাল ও কেন্ট জাতির ব্যবহৃত পাত্ৰাদি এবং এক বৃক্ষের গুড়ি-নিৰ্ম্মিত নৌকা, পাওয়৷ গিয়াছে। - ভিন্ন ভিন্ন সময়ের স্তরে এইরূপ মনুষ্য চিহ্নের কারণ