পাতা:পৃথিবী.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪৯ ] মনুষ্যের সেই বিশেষ গুণ। সুতরাং মানুষ কি, ইহার উত্তরে সংক্ষেপত: এই বলা যাইতে পারে—মানুষ বুদ্ধিমান এবং চিন্তাশীল। এই দুই শক্তির বলেই মন্থষ্য বাহ জগছের অধীশ্বর হইয়া দাড়াইয়াছে। ইহা দ্বারাই মনুষ্য সমস্ত পৃথিবীকে দমনে রাখিয়। আবার মনকে মহৎ চিস্তার দ্বারা অত্যুটে উঠাইতে সক্ষম হইয়াছে। ইহার দ্বারাই মনুষ্য কবি, ইহার দ্বারাই মনুষ্য ভাবুক-ইহার দ্বারাই মনুষ্য অঙ্কশাস্ত্রবিশারদ এবং অসীম ভাব ধারণা করিতে সক্ষম । এই চিন্তাশীলতা হইভেই নিউটনের “প্রিনসিপিয়,” লাপ্লাসের “মেকানিক সেলেস্ত” কালিদাসের শকুন্তল, সেক্সপিয়ারের ওথেলো লিয়ার ইত্যাদি রচিত। ১৮০০ খৃষ্টাব্দে জঙ্গলবাদী বৃক্ষারোহী একজন অসভ্য মনুষ্য পিনেল নামক চিকিৎসকের নিকট আনীত হয়। এই মনুষ্য গাছে চড়িয়া থাকিত, এবং শুষ্ক পর্ণের উপর শয়ন করিত, আর মনুষ্য দেখিলেই পলাইয়া যাইত। এক শক ইহাকে দেখিয়া ধৃত করিয়া আনে। এ কথা কহিতে পারিভ না, কিম্বা বুদ্ধির কোন লক্ষণ ইহাতে ছিল না . অ্যাভেরন নামক স্থান হইতে ইহা আনীত হইয়াছিল বলিয়৷ ইইার নাম অ্যাভেরনস্থ অসভ্য প্রদত্ত হইল । এই আশ্চৰ্য্য জীব, মানুষ কি না এই কথা লইয়া পুল্লিসের পণ্ডিতেরা অনেক দিন ধরিয়া বাদানুবাদ করিতে লাগিলেন। পণ্ডিতবর ইটারডু এই অ্য:ভিরনের অসভ্য মনুষ্য