পাতা:পৃথিবী.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৫৩ ] নীে বন্ধনী নামে প্রসিদ্ধ ছিল। ইয়োরোপীয় ধৰ্ম্মগ্রন্থ বাইবলের প্রথম খণ্ডের সপ্তম পরিচ্ছেঞ্জে এ সম্বন্ধে বিশেষ যে বর্ণনা প্লাওয়া যায় তাহ নিয়ে লিখিত হুইলা ১১। নোয়ার ৬০০ বৎসর বয়সে বৎসরের দ্বিতীয় মাসের ফু দ্বুিল মহাসমুদ্রের উৎস ভঙ্গ হইল এবং স্বর্গের দ্বার সকল উন্মুক্ত হইল— ১২। “এবং ৪০ দিবস দিনরাত্রি অবিশ্রান্ত পৃথিবীতে বৃষ্টিধারা পড়িতে লাগিল । ১৭। “এবং ৪০ দিন পৃথিবীতে বন্যা বহমান হইল। এবু জলবৃদ্ধি সহকারে নোয়ার আর্ক নামক নৌকাকে ভাসাইয়৷ পৃথিবীর উপর উঠাইল। ১৯। এবং জল অভ্যন্ত বাড়িয়া আকাশের নিম্নস্থ সমস্ত উচ্চ উচ্চ পৰ্ব্বত জলমগ্ন করিল। ২ । ১৫ হস্তেরও অধিক জল উঠিল এবং পর্বত সকল মগ্ন হইল । ২১। “এবং কুকুটাদি পালিত জন্তু, আরণ্যপশু এবং সর্পাদি সরীসৃপ ও মনুষ্য, এই সকল পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর মৃত্যু হইল। ২৩। "এবং প্রত্যেক স্থলচর জীবগণই বিনষ্ট হইল, পশু মানুষ, সরীসৃপ এবং শূন্যগামী পক্ষী সকলই মৃত হইল,