[ S&& I আধুনিক কালের একটি বন্যার বিবরণ হইতে সেই পুরাতন ভয়ানক বন্যার প্রভাব কতকট বুঝিতে পারা যায়। পূর্বে মেক্সিকো হইতে ছয় দিনের পথে একটি উর্বর প্রদেশ ছিল, সেখানে ধান্যাদি শষ্য প্রচুর পরিমাণে উৎপন্ন হইত। ১৭৫৯ খৃষ্টাব্দে জুনমাসে ঘন ঘন ভূকম্পন দ্বার ঐ প্রদেশ ক্রমাগত দুইমাস ধরিয়া আন্দোলিত হইতে লাগিল। ২৮ শে সেপ্টেম্বরে ঝটিকাক্রান্ত সমুদ্রের ন্যায় ভরঙ্গিত কঠিন পৃথিবীর উপর সহস্ৰ সহস্ৰ ক্ষুদ্র মুক্তিকাশৈল উঠিতে পড়িতে লাগিল পরিশেষে ভূপৃষ্ঠ ভেদ করিয়া উত্তপ্ত প্রস্তর ও ধাতুপিণ্ড অত্যুচ্চে নিক্ষিপ্ত হইয়া ক্রমে তাহ। পৰ্ব্বতে পরিণত হইল। এই গম্বর মুখ-নিঃস্থত অনেকগুলি পৰ্ব্বতের মধ্যে জরুলো নামে একটি পৰ্ব্বত প্রাচীন সমভূমি হইতে প্রায় তিনি সহস্ৰ ফুট উচ্চ হইয়াছে। এই বিপ্লবের পর যে স্থানে জরুল পৰ্ব্বত উৎপন্ন হইল পূৰ্ব্বে সেই স্থানে কুটম্বা ও সানপিদ্রে নামে দুইটি নদী ছিল। বিপ্লবের সময়.এই দুই নদী উজান বরিা সমস্ত প্রদেশ জলমগ্ন করিয়াছিল এবং বিপ্লবের পর হইতে ঐ নদীদ্বয় অনেক পশ্চিমে, সরিয়া পঞ্জিয়াছে। এই বন্যায় প্রাচীন বন্যার কিছু আভাষ পাওয়া যায় । চতুর্থ যুগের নদী এবং সমুদ্রে মৃত্তিক স্থিত।ইয়। অনেক স্থানে স্তর-সংস্থিতি হইয়াছে। ইয়োরোপ সিসিলি দ্বীপে আমেরিকার বিখ্যাত প্যাম্প৷
পাতা:পৃথিবী.djvu/২০৮
অবয়ব