পাতা:পৃথিবী.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬ ] কোন এক স্থানে অধিক চাড় পড়িলে তাহার পার্শ্ববর্তী স্থান উচ্চ হইয়ু উঠে। এই সকল এবং অপরাপর কারণে ভূর্বেত্তাগণ ভূগর্ভকে দ্রব পদার্থময় বলেন। ভূগর্ভু সুন্ধে দ্বিতীয় মতটি জ্যোতির্ষিক গণনার দ্বারা প্রতিষ্ঠিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হপকিন্স সৰ্ব্বতোভাবে এক সমান দুইটি দোলক যন্ত্র (Pendulum) লইয়। একটার নিম্নস্থ ধাতব গোলকের বদলে একটি সমান ভারের পারদপূর্ণ র্কাচের গোলক বসাইয়া দেন। এই দুইটির গতিবিধি ভালোচনা করিয়া তিনি দেখেন ধাতব মোলক অপেক্ষ পারদপূর্ণ দোলকটি শীঘ্ৰগামী হয়। পৃথিবীর স্বকক্ষত্রমণের উপর এই দৃষ্টান্ত খাটাইর, নানা প্রকার জ্যোভিষিক গণনা ও মুভি দ্বারা ভিনিই প্রথমে সাব্যস্ত করেন যে, ভূগর্ভ, কেন্দ্ৰ পৰ্য্যন্ত প্রায় সংঘাত-কঠিন। তিনি বলিলেন তাহার অন্যথা হইলে, অর্থাৎ দ্রবপদার্থপূর্ণ কুইলে, পৃথিবী এখনকার অপেক্ষু শীঘ্ৰগামী স্থইত ; তাহা হইলে ক্রান্তিপাতের বক্রগতি ও মেরু লক্ষ্য offgąéz sfs (Precession and Nutation) gozi যেরূপ আছে নিশ্চয়ই সেরূপ থাকিত না । পরে সার উইলিয়ম টম্সন ও কলিকাতার ভূতপূৰ্ব্ব আর ডিকন গ্র্যাট অদ্য নানারূপ যুক্তি দ্বারা হপকিন্সের এই মতটির পক্ষ সমথন করেন। যত দিন ফরাসি পণ্ডিত ডিলনে এই মতের