বিষয়বস্তুতে চলুন

পাতা:পৃথিবী.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১৬৬ ] চাপধিক্য সহকারে তাহাদিগকে গন্নাইতেই অধিক উত্তা পের প্রয়োজন হয় | গত বৎসরের প্রকাশিত একটি প্রবন্ধে সাইমেনস্ এ বিষয় সবিস্তারে আলোচনা করিয়াছেন। লাপ্লাস্থ কল্পিত | জলন্ত বাপরাশি হইতে যদি সৌর জগৎ অভিব্যক্ত হইয় থাকে ভাঙ্গ হইলে সেই বাষ্প-রাশির গ্রহ উপগ্রহ আকার ধারণ করিবার সময় দুই প্রকার হইবার সম্ভাবনা। জলস্ত বাপরাশি উত্তপ্ত তরল পদার্থে পরিণত হইয়। ক্রমে আরে। শীতল হইবার সময়, হয়, তাহার উপরের পৃষ্ঠ শীতল ও কঠিন হইয়। ভিতরের অংশ অনেক ক্ষণ পৰ্য্যন্ত তরল অবস্থায় থাকিবে (যেমন গীসের গোল ঢালাই করিবার কারখানায় সুন্দর রূপে দেখিতে পাওয়া যায় ) নয়, তাহার ভিতরের পদার্থ কঠিন হইয়া ক্রমে উপর পর্যন্ত কঠিন হইবে। উত্তপ্ত তরল পদার্থ শীতল হইবার সময় তাহার উপরের স্তর ঘন হইয় নিয়ে ডুবিয়া পড়ে, এই ঘনীভূত পদার্থ আভ্যন্তরিক তাপে আবার তরল হইয়। যদি উপরে উঠে তাহা হইলেই প্রথমোক্ত অবস্থা হয়। কিন্তু উপরের ঘনীভূত পদার্থ নিয়ে ডুবিয়া গেলে যদি আর তরল ন৷ হয় তাহা হইলে সেইখানেই ভাহা উত্তরোত্তর গাঢ় হইতে থাকে। পৃথিবী যদি প্রথমোক্তরূপে শীতল হইয়া থাকে তাহা হইলে ভূগর্ভ তরল, যদি শেষোক্তরূপে শীতল হইয়৷ থাকে তবে ভূগর্ভ কেন্দ্ৰ পৰ্য্যন্ত প্রায় কঠিন। এখন