পাতা:পৃথিবী.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ९१० } ঘন হইত। কিন্তু ভাহা যেকালে হয় না তখন ইহা স্থির যে, ভূগর্ভ এমন পদার্থে নিৰ্ম্মিত যাহা পৃথিবীর উপরিভাগে অনিলে অভ্যন্ত লযু হইবে । চাপের আধিক্যে বস্তুর যে ঘনত্বের বৃদ্ধি হয় এই সত্যের উপরেই উপরি-উক্ত অনুমানটি স্থাপিত । 3*** x এই নিয়ম অনুসারে পৃথিবীর ৮০ মাইল নিম্নে বাতাস জলের মত ভারী হইবে, জল আবার ৩৬০ মাইল নীচে পারদের দ্যায় ভারী হইবে, এবং কর্দম যাহার প্রত্যেক ঘন ফুটের ভার পৃথিবীর উপরি ভাগে ১মন ২১ সের, ৩৬০ মাইল নীচে তাহার ভার ১৬৮ মন ৩০ সের হইবে, কিন্তু তাহ যে কালে হয় না তখন ভূগর্ভ কেন্দ্র পর্যন্ত মাটর মতন কঠিন দ্রব্যে নিৰ্ম্মিত নহে; সম্ভবতঃ ভূগর্ত বাষ্পময়। সেই বাষ্প পৃথিবীর উপরে অত্যন্ত লঘু, কিন্তু চাপাধিক্য বশতঃ ভূগর্ভে তাহাতেই বেশ ভার হয়। কিন্তু এই মতের প্রবর্তকের যাহা বলেন প্রকৃত পক্ষে তাহা হয় না, বাপীয় পদার্থের উপর চাপ অপূৰ্ণ করিয়া দেখা গিয়াছে যে চাপ বৃদ্ধি সহকারে ক্রমিকই যে ঘনত্ব বৃদ্ধি হইবে এমন নহে। বরঞ্চ দেখা যায় ক্রমাগত চাপ বাড়াইলে শীঘ্রই এমন এক অবস্থা আসে যখন “ চাপাধিক্য অনুসারে তাহার আর ঘনত্ব বাড়ে না। যাহা হউক চাপ-বৃদ্ধির দ্বারা যে কি হয় তাহা এখনো সম্পূর্ণরূপে নিৰ্দ্ধারিত হয় নাই। পূর্বে মনে হইত