পাতা:পৃথিবী.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $१७ ] জীব জস্তুর, বাসোপট্রোণী করিয়াছে; এক কথায়, এখন পৃথিবীতে যাহা হইতেছে তাহাতেই তাহার জীবনের অস্তিত্ব জাজ্জ্বল্যমান। এই অবস্থার অভাক হেতুই চন্দ্ৰক্ষে আমরা মৃত গ্ৰহ বলি। পৃথিবীর বার স্থায় স্বগ্ন বস্তু ভেদ করিয়া যাইতে হইলেওঁতাহাঁতে বাধা পাইয়া আলোকের তিৰ্য্যৰ্থ গতি (Refraction) হয়। কিন্তু চন্দ্র হইতে আলোক নির্গত হইবার সময় তাহার বক্রগতি হয় না। ইহা হইতেই জানিতে পারা যায় যে চন্দ্রে বায়ু নাই, আর যদিই বা থাকে, তাহা অভ্যন্ত লঘু সে বায়ুতে পৃথিবীর স্তায় জীব যুদ্ধ বাচিতে পারে না। চন্দ্রে বা নাই, জলও নাই। আমরা যাহাকে চন্দ্রের কলঙ্ক বলি তাহ প্রকাণ্ড গহবর মাত্র, ঐ সকল গহ্বর পূৰ্ব্বে সমুদ্র ছিল, এখন শুকাইয়৷ ঐরূপ গহবর হইয়াছে। এই সকল এবং অন্তান্ত কারণে জ্যোতিবেৰ্ত্তারা বলেন ষে চন্ত্রে উদ্ভিজ্জ কিম্বা প্রাণী নাই। চুল এরূপ মদগতি যে নিজের চারিদিকে ঘুরিতেই উহার ২৯ দিন লাগে। যে গ্রহের চন্দ্রের মত অবস্থা হয় তাহাকেই মৃত কহা যায়। পৃথিবীর মৃত্যু সম্ভব কি না জানিতে হইলে দেখা আবশ্যক, পৃথিবীতে এমন কোন পরিবর্তন হইতেছে, কি না যাহাতে তাহার জীবনীশক্তির হানি করে। দেখা আবশ্যক, পৃথিবীর জীবনীশক্তির সঙ্গে এমন কোন প্রতিকূল