পাতা:পৃথিবী.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S१8 ] শক্তি অবিচ্ছেদ্য ভাবে সম্বন্ধ রহিয়াছে কি না যাহার অনিষ্ট-জনক কার্য অলক্ষিত ভাবে পৃথিবীর পরমায়ু হ্রাস করিতেছে। যদি আমরা সেইরূপ প্রতিকূল শক্তি দেখিতে পাই তরে তাহার কার্ষ্য এখন অতীব সূক্ষ্ম হইলেও তাহ হইতে কালে পৃথিবীরও যে চন্দ্রের মত মৃত দশা হইবে না-–এরূপ কে বলিতে পারে ? & g গ্রহের জীবনের একটি প্রধান কারণ, বৈষম্য। বৈষম্য না থাকিলে কোন কাৰ্য্যই হইতে পারে না ; যদি সমস্ত পৃথিবী সমতল হইত অর্থাৎ পৃথিবীতে কিছু উচু নীচু না থাকিত, তাহ হইলে নদী বহিত না ; নদীর গতির কারণ মাধ্যাকৰ্ষণ বটে, কিন্তু পৃথিবী অসমতল নু হইলে মাধ্যাকর্ষণ জলরাশিকে কোথা হইতে কোথায় টানিয়া আনিত ? উষ্ণতার বৈষম্যই বায়ুর গতির কারণ। যদি সমস্ত বায়ু সমান গরম হইত তাহা হইলে বায়ু বহিত না। বায়ুর কোন একস্থান অধিক উষ্ণ হইলে, তাহা লঘু হইয়া উপরে উঠে এবং তাহাদের পরিত্যক্ত স্থানে চতুষ্পার্থস্থ অপেক্ষাকৃত শীতল বায়ু আদিতে থাকে ; এইরূপে বায়ু বহে। জলের উষ্ণতার বৈষম্যই সমুদ্রের স্রোভের প্রধান কারণ। সমস্ত সমুদ্রের জল যদি সমান গরম হইত ভাহা হইলে জলাশয়ের ন্তায় সমূদ্র নিশ্চল থাকিত। সমুদ্রে স্রোত বহিত না। ঔপসাগরিক স্রোত (Gulfstream) wtafÈ èt=Te (NIHIH HIGHiortistů