পাতা:পৃথিবী.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহার। পরমারাধ্য শ্ৰীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর পিতৃদেব শ্ৰীচরণকমলেষু। খেলিতে খেলিতে ক্ষুদ্র শিশুটি যেমন পেয়ে কোথ। কাচ ভাঙ্গ, মাটী বা উপল রাঙ্গ, কি জানি কি মহামূল্য ভাবিয়ে রতন, মনের আগ্রহে ছুটি, বার বার পড়ি উঠি, সঁপে আমি যার করে সে অমূল্য ধন। বিজ্ঞান জগত মাঝে স্থলিত চরণ, ক্ষীণ হস্ত বাড়াইয়ে কি পাইনু কুড়াইয়ে, দেখ দেব একবার মেলিয়ে নয়ন। ম। আমার নাই আর, ছুটে যার কাছে যার, জনক-জননী দেব তুমিই আমার। পূজিতে চরণ তব আজিকে আগ্রহে নব এসেছি পিতা গো নিয়ে এই উপহার !