পাতা:পৃথিবী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

り/o অন্ত প্রকার। এই প্রণালী দুইটর ব্যাখ্যা করা যদিও এ ক্ষুদ্র প্রবন্ধের পক্ষে অসম্ভব, কিন্তু পুস্তক মধ্যে এক স্থানে যখন আরোহী ও অবরোহী প্রণালী অনুসারে ੋਵ দেখুনহইয়াছে তখন তাহাদের পরিচয় সম্বন্ধে এখানে একটি, কথা বলাও নিতান্ত আবশ্যক, স্বতরাং প্রণালী দুইটির কূট নির্মাবলী পরিত্যাগ করিয়া কেবলমাত্র তাহাদের স্থল মৰ্ম্মটুক সংক্ষেপে এইখানে বলা যাইতেছে। অগ্রে আমরা কতকগুলি বিশেষ ঘটনা সংগ্ৰহ করিয়া পরে যে প্রণালী দ্বারা সেই বিশেষ বিশেষ ঘটনাব্যাপী একটি সাধারণ মূল সভ্যে উপনীত হই, বা কতকগুলি বিদিত সভ্য লইয়া যে প্রণালী ক্রমে সেই বিদিত সত্যব্যাপী একটি অবিদিভ সত্যে আসি তাহাকেই আরোহী প্রণালী কহে । যথ}, একটি অবস্থায় অগ্নি সংযোগে লৌহ লোহিত বর্ণধারণ করে ইহা একটি সাধারণ মূলসত্য; আরোহী প্রণালী ক্রমে আমরা এই সত্যে উপনীত হই। আমি আমার হস্তস্থিত একটি লৌহশলাকায় অগ্নি সংযোগ করিয়া দেখিলাম একটি অবস্থায় তাহা লাল হইল, তোমার হস্তস্থিত লৌহ শলাকায় অগ্নিৰ্মং যোগ করিয়াও তাঁহাই হইল, এইরূপ বহু সংখ্যক লৌহ শলাকাকে একই রূপ অবস্থায় অগ্নিতে লাল হইতে দেখিয়া, আমি এই কতকগুলি বিশেষ ঘটনা হইতে শেষে এই মূল সড়ো আসিলাম—যে একটি বিশেষ অবস্থায় লৌহ শলাকা মাত্রেই অগ্নি সংযোগে লাল হয়। পূৰ্ব্বোজ বিশেষ সভা