পাতা:পৃথিবী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y/8 আরোহী প্রণালী অনুসারে রীতিমত অনুসন্ধান দ্বারাই বিজ্ঞান জগতের যুদ্ধ আরম্ভ হয়। "পূর্কের ভ্রমুপূর্ণ মতগুলি দূর করিয়া যথার্থ সভ্য শিথাইতে এই যোদ্ধাগণের যে কত সহ্য করিতে হইয়াছে তাহা সকলেই জানেন। এই অভ্যাচার গেলিলিও পর্য্যস্ত আসিয়া শেষ হয়। র্তাহার পর হইতে ক্রমে বিজ্ঞান বিজয়ী হইল, সত্যের জয় শেষে পড়িয়াই রহিয়াছে। বেকন বিনা যুদ্ধে বৈজ্ঞানিক তত্ত্ব নিৰ্ব্বাচন প্রণালী লিপিবদ্ধ করিলেন । বেকন এই প্রণালীর উদ্ভাবক বলিয়া কেহ কেহ ভ্ৰমে পতিত হন—কিন্তু প্রকৃত পক্ষে এ প্রণালী বহু কাল হইতে প্রচলিত। বেকনের অল্পকাল পূৰ্ব্বে গিলবাট চৌম্বক তেজের উপর যে গ্রন্থ রচনা করেন তাহা এই প্রণালীর একটি আশ্চৰ্য্য দৃষ্টান্ত স্থল। ১৫ শতাব্দীতে লিওনার্লে দাবিঞ্চি নামক বিখ্যাত ইতালীয় চিত্রকর স্পষ্ট করিয়া এই বিষয়ে লিথিয়াছেন—“কোন একটা বিষয় অনুসন্ধান করিবার পূৰ্ব্বে আমি সে বিষয় পরীক্ষা করি কেন না আমার অভিপ্রায় এই, যে প্রথমে পরীক্ষার দ্বারা পদার্থের ধৰ্ম্ম স্থির করিয়া পরে সেই ধৰ্ম্মের তত্ত্ব অনুসন্ধান করা” । ইহা ছাড়া অনেক প্রোচীন দার্শনিক অক্তি বিশদরূপে এই প্রণালী বিবৃত কুরিয়াছেন। এক কথায় মন্থয্যের জন্মাবধি এই প্রণালীতে চিত্ত চালিত হইয়াছে তবে বেকনই প্রথমে, ইহা যথাবিধি বিন্যস্ত অবস্থায় লিপি বদ্ধ করিয়া, এবং ইহাই বৈজ্ঞানিক অনুসন্ধানের একমাত্র, প্রণালী