পাতা:পৃথিবী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবী। حساسیحیخت (K = تاییسسه সৌরপরিবারবর্তী পৃথিবী। "তারকা-কনক-কুচি, জলদ-অক্ষর-রুচি গীত লেখা নীলাম্বর-পাতে। ” নিঃস্তন্ধ নিশীথে অসংখ্য তারকামালা-খচিত অনন্ত নীল নভোমণ্ডল দেখিলে সকলেই রোমাঞ্চিত হয়—সকলের হৃদয়ই জনস্তের ভাবে পরিপূর্ণ হয়। এমন অসাড়চেতা কেহই নাই যে তাহার মনশ্চকু তারকাপূৰ্ণ আকাশে পরম মঙ্গলময় পরমেশ্বরের হস্তাক্ষর লিখিত অনন্ত জীবনের অনন্ত কাব্য না পড়ে। একটি মেঘশূন্য অন্ধকার রাত্রি জ্যোতিত্বপূর্ণ আকাশ নিরীক্ষণ করিয়া অডিবাহিত করিলে আমরা দেখিতে পাই যে কতকগুলি জ্যোতিষ্ক সমান দলবদ্ধ ভাবে পুৰ্ব্ব দিকে y