পাতা:পৃথিবী.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \b 1 আন্ত্রিক গতি দ্বারা পৃথিবীর যখন যে অংশ স্বৰ্য্যভিমুখী হয় তখন সেই ভাগে দিন, আবার স্বৰ্য হইতে যে ভাগ যখন ফিরিয়া অন্য দিকে যায় সেই ভাগে তখন রাত্রি হয় । কোন একট দীপের সম্মুখে একটা গোলাকার বস্তু রাখিয়া ঘুরাইয়া দেখিলে আমরা দিন রাত্রের বিভাগ সঙ্গ জেই বুঝিতে পারি। @ প্রথম চিত্র । উপরের সূ চিচিত ছবিটি যেন স্বৰ্য্য আর দণ্ডে বিদ্ধ গোলাকার বস্তুটি যেন পৃথিবী। গোলাকার বস্তুর যে দুই প্রাস্তু দিয়া ঐ দণ্ডটি চলিয়া গিয়াছে সেই জুইট প্রান্ত পৃথিবীর ইট মেরু-উপরট উত্তর, নিম্নটি দক্ষিণ–এবং মধ্যে লম্বমান যে দগুটি দ্বারা এই দুই মেরু সংযুক্ত তাহ যেন পৃথিবীর মেরুদণ্ড। উভয় মেরু হইতে সৰ্ব্বত্র সমদূরে রাখিয়া গোলাকার বস্তুটির মধ্য দেশে যদি একটি বৃত্ত টান। যায় সেইটি পৃথিবীর বিষুবরেখা। উপরিউক্ত কল্পিত মেরু