পৃথিবীর উত্তরাংশসূর্য্যের অভিমুখে যত দূর যাইবার যায় সেই দিন দক্ষিণাংশ যতদূর বিমুখে ঝুঁকিবার ঝোঁকে সেই জন্য উত্তরাংশে এই দিনে দিবসের দৈর্ঘ্য সর্ব্বাপেক্ষা যেমন অধিক, দক্ষিণাংশে রাত্রির দৈর্ঘ্য সর্ব্বাপেক্ষা তেমনি অধিক হয়। ইহার পর দিন হইতে আবার উত্তরাংশ সূর্যের বিমুখে এবং দক্ষিণাংশ সূর্যের দিকে যাইতে আরম্ভ করে, সেই জন্য উত্তরাংশে অল্পে অল্পে দিবসের দৈর্ঘ্য ও দক্ষিণাংশে রাত্রির দৈর্ঘ্য কমিয়া কমিয়া দিন রাত্রি সমান হইতে আরম্ভ হয়, এবং তিন মাস পরে যখন পৃথিবী গ চিহ্নিত স্থানে আইসে তখন একেবারে সূর্যের পাশাপাশি হইয়া পড়ে, তাহাতে পৃথিবীর ঠিক অর্থ ভাগ সূর্যের অভিমুখী আর ঠিক অর্দ্ধভাগ বিমুখী হয়, সেই নিমিত্ত পৃথিবী এই স্থানে পৌঁছিলে এক দিন সমস্ত পৃথিবীময় অর্থাৎ পৃথিবীর এক মেরু হইতে অপর মেরু পর্যন্ত সমান দিন রাত্রি হয়। ইহার পর দিন হইতে উত্তর মেরু সূর্যের বিমুখে ও দক্ষিণ মেরু তদভিমুখে ঘুরিয়া যায়। এই দিন হইতে উত্তর মেরুতে রাত্রি ও দক্ষিণ মেরুতে দিন আরম্ভ হইয়া ৬ মাস ধরিয়া এক মেরুতে আলোক ও এক মেতে অন্ধকার থাকে * এবং উত্তরাংশে উত্তরোত্তর রাত্রির
* এই জন্যই বোধ হয় পুরাণে উল্লেখিত হইয়াছে আমাদের এক বৎসরে দেবতাদের এক অহোরাত্র।