পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎసె 8 লাভ প্রতাপ-চরিত্রের আর একটি কলঙ্ক বলিয়া স্থির করিতে হয়। বসু মহাশয় বলেন যে, যশোর হইতে র্তাহার পিতা ও পিতৃব্য যে সমস্ত রাজস্ব পাঠাইতেন, প্রতাপ তাহ সরকারে জমা না দেওয়ায় সরকার হইতে তাহার অনুসন্ধান হয় । তাহাতে প্রতাপ পিতৃব্য বসন্তরায়ের নামে দোষীরোপ করিয়া বলেন যে, তাহার দোষে রাজস্ব রাজধানীতে প্রেরিত হয় না। ইহাতে বিক্রমাদিত্যের হস্ত হইতে যশোর রাজ্য বিচ্যুত করিয়া লওয়ার জন্ত বাদসহ আদেশ দিলে, প্রতাপাদিত্য প্রার্থনা করিয়৷ নিজ নামে যশোর রাজ্যের সনন্দ করাইয়া লন । * বসু মহাশয়ের উক্তি কত দুর সত্য আমরা বলিতে পারি না । কারণ যে সময়ে প্রতাপাদিত্য আগর গমন করেন, তৎপূৰ্ব্বে অর্থাৎ দায়ুদের পতন হইতে বাঙ্গলায় সুবেদার নিযুক্ত হয়। এই সুবেদারগণকে অতিক্রম করিয়া যে জমীদারগণের রাজস্ব বাদসহি সরকারে প্রেরিত হইত, এ বিষয়ে আমরা সন্দেহ করিয়া থাকি । তবে সুবেদারগণ সাধারণতঃ যুদ্ধবিগ্রহ লইয়াই থাকিতেন, এবং প্রধান কাননগোগণ মুবার রাজস্ব-বিভাগের কর্তা ছিলেন। র্তাহার সুবেদারের অধীন ছিলেন না। র্তাহার নিজেই রাজস্ব সংগ্ৰহ করিয়া রাজধানীতে পাঠাইতেন। র্তাহাদিগকে অতিক্রম করিয়াও আগরায় রাজস্ব পৌছান । সম্ভবপর বলিয়া বোধ হয় না । কিন্তু রাজা তোড়রমপ্লের বন্দোবস্তের পূৰ্ব্বে কিরূপভাবে রাজস্ব সংগৃহীত বা প্রেরিত হইত তাহাও সুস্পষ্ট রূপে বুঝা যায় না। রাজা তোড়রমল্ল ১৫৮২ খৃঃ'অব্দে বাঙ্গলার বন্দোবস্ত করেন। তাহার অনেক পূৰ্ব্বে যে প্রতাপাদিত্য আগরায় গমন করিয়াছিলেন সে বিষয়ে সন্দেহ নাই । সুতরাং এ বিষয়ের সুচারু মীমাংসা হওয়া কঠিন। কাজেই বস্তু মহাশয়ের বিবরণ প্রামাণ্য বলিয়া স্বীকার করিলে উপরোক্ত প্রকারে যশোরের সনন্দ লাভ যে প্রতাপ-চরিত্রের

  • মূল ২৮ পৃঃ ও (৩৫ ) টিল্পনী দেথ । ,