পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o X পাইয়া থাকি। কি স্বত্রে তিনি উড়িষ্যায় স্বাধীনতা প্রদর্শন করিয়াছিলেন, আমরা এক্ষণে তাহারই উল্লেখ করিতেছি। তৎপূৰ্ব্বে উড়িষ্যার রাষ্ট্রবিপ্লব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদত্ত হইতেছে। কারণ সেই রাষ্ট্রবিপ্লব উপলক্ষেই প্রতাপ উড়িষ্যায় উপস্থিত হইয়াছিলেন বলিয়া আমরা অনুমান করিয়া থাকি। উড়িষ্যা স্বাধীন হিন্দু রাজগণ দ্বারা শাসিত হইত। ১৫৬৭-৮ খৃঃ অব্দে গৌড়াধিপ সুলেমান প্রথমে উড়িষ্যা অধিকার করেন । তাহার শেষ স্বাধীন রাজ মুকুন্দদেব যাজপুরের নিকট সুলেমানের সেনাপতি কালাপাহাড়ের সহিত যুদ্ধে হত হন । তদবধি উড়িষ্যা গৌড়সাম্রাজ্যভূক্ত হয় । স্থলেমানের আমীর উলওমর লোদীখা উড়িষ্যার এবং কতলুগ লোহানী পুরীর শাসনকর্তা নিযুক্ত হন । * সুলেমানের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র বায়জিদ, তৎপরে তাহকে নিহত করিয়া সুলেমানের জামাতা হুসো গোঁড় সিংহাসন অধিকার করেন। লোদী খা উড়িষ্যা হইতে উপস্থিত হইয়া হুসোকে বিনাশ করিয়া দায়ুদকে সিংহাসন প্রদান করিলে দাযুদ্র স্বাধীনতা অবলম্বন করিয়া আকবর বাদসাহের সহিত প্রতিদ্বন্দ্বিতায় প্রবৃত্ত হন। সেই সময়ে কতলু খাও পুরী হইতে আসিয়া দায়ুদের সহিত যোগ দেন। দায়ুদ বাঙ্গল হইতে বিতাড়িত হইয়া অনেক দিন উড়িষ্যায় অবস্থিতি করেন। কতলু বরাবর তাহার সাহায্য করিয়াছিলেন। তাহার পর দায়ুদ পরাজিত হইয়া নিহত হন, কোন কোন ঐতিহাসিক বলিয়া থাকেন যে, কতলু বিশ্বাসঘাতকতা করিয়া দাযুদ্ধকে পরিত্যাগ করায় দাযুদের পরাজয় উড়িষ্যায় প্রতাপ ।

  • “On Sulaiman's return from Orisa, he appointed Khan Jahan lodi, his A mir-ul-umra. Governor of Orisa. Qutlu khan, who subsequently made himself, King of Orisa, was then governor of Puri.*' Bad II.,174. ( Blochmann's Ain-i-Akbari. P. 366. )