পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 o 8 পুরীধাম হইতে গোবিন্দদেব বিগ্রহ ও উৎকলেশ্বর নামে শিবলিঙ্গ আনয়ন করিয়াছিলেন। এই দেবমূৰ্ত্তিদ্বয় আনিবার সময় উৎকলবাসীদের সহিত র্তাহার সংঘর্ষও ঘটিয়াছিল। গোবিন্দদেব যশোরেই প্রতিষ্ঠিত হন, এবং উৎকলেশ্বরকে বসন্তরায় বেদকাশী নামক স্থানে স্থাপিত করিয়াছিলেন। উৎকলেশ্বরের মন্দিরের কোন চিহ্ন নাই, কেবল তাহার প্রস্তর-ফলক খানি বিদ্যমান আছে। তাহতে প্রতাপাদিত্য কর্তৃক উৎকলেশ্বরের আনয়ন ও বসন্তরায় কর্তৃক তাহার প্রতিষ্ঠার বিবরণ লিখিত আছে। * গোবিন্দদেব পুরী হইতে আনীত হন বলিয়া প্রবাদ প্রচলিত আছে। + তিনি যশোরের গোপালপুর নামক স্থানে স্থাপিত হন । আজিও তথায় তাহার বিরাঢ় মন্দিরের ভগ্নাবশেষ দৃষ্ট হইয় থাকে। এক্ষণে তিনি রায়পুর গ্রামে অব স্থিতি করিতেছেন । সম্প্রতি তিনি অপহৃত হইয়াছেন বলিয়া শুন! যাইতেছে। বসন্তরায়ের বংশধরগণের আবাসস্থান রামনগরে প্রতি বৎসর গোবিন্দদেবের মহা ধূমধামে দোলযাত্র উৎসব সম্পাদিত হইয়া থাকে। গোবিন্দদেব সম্বন্ধে আবার এইরূপ এক প্রবাদ প্রচলিত আছে, রাজ প্রতাপাদিত্য স্বপ্নাদিষ্ট হইয় তাহকে পূৰ্ব্ববঙ্গের কোটালিপাড়া নামক গ্রামে শিবরাম ভট্টাচার্য্যের বাটতে প্রেরণ করিয়াছিলেন । ; কিন্তু রাজ গোবিন্দদেব ও উৎ কলেশ্বর ।

  • "নিৰ্ম্মমে বিশ্বকৰ্ম্ম যৎ পদ্মযোনিপ্রতিষ্ঠিতম্। উৎকলেশ্বরসংজ্ঞঞ্চ শিবলিঙ্গমনুত্তমম্ ॥ প্রতাপাদিত্যভূপেনানীতমুংকলদেশতঃ। ততো বসন্তরায়েন স্থাপিতং সেবিতঞ্চ তৎ w" + এ সম্বন্ধে স্বগীয় রামগোপাল রায় মহাশয় লিখিয়াছেন –

“নীলাচল হ’তে গোবিন্দজীকে আনি। রাখিলেন কীৰ্ত্তি যশ ঘোষয়ে ধৰ্ব্বণী ॥” (৪৬) টিল্পনী দেথ । ಇಡ್ಕತ್ತೆ! ইতিহাস ২য় ভাগ ৩য় অংশ ১৩, পৃঃ । ,