পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 a “ “ তখনও পর্য্যন্ত আপনার সৈন্তগণকে স্বশিক্ষিত করিতে বা অধিক পরিমাণে বল সঞ্চয় করিতে পারেন নাই । কাজেই বিশাল মোগল বাহিনীর গতি রোধ করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিয়ছিল। বিশেষতঃ আজিমখার রণকৌশলও চিরবিখ্যাত ছিল । তিনি আকবর বাদসাহের অন্ততম প্রধান সেনানী ছিলেন। এইরূপ শক্রর সন্মুখীন হইতে হইলে, যেরূপ বলের বা শিক্ষিত সৈন্তের প্রয়োজন, প্রতাপ তখনও পর্য্যস্ত তাহার সংগ্ৰহ করিতে পারেন নাই । কাজেই তাহাকে পরাজিত হইতে হইয়াছিল। তথাপি তিনি স্বাধীনতা-লক্ষ্মীর কল্যাণে বলীয়া হইয়। সেই ছদ্ধর্ষ শত্রর সম্মুখে উপস্থিত হইতে যে কিছুমাত্র বিচলিত হন নাই, ইহা হইতে র্তাহার অসীম সাহসের পরিচয় পাওয়া যায়। আজিম খার সহিত একজন বাঙ্গালী সেনাপতি প্রতাপের দমনে উপস্থিত হইয়ছিলেন। তাহার নাম ভবেশ্বর রায়, ইনি উত্তররাঢ়ীয় কায়স্থবংশয় । সম্ভবতঃ বর্তমান পশ্চিম মুর্শিদাবাদে ইহাদের পূর্ব-নিবাস ছিল। ভবেশ্বর রায় প্রতাপের সহিত যুদ্ধে আজিম খাঁর সাহায্য করায়, আজিম খা প্রতাপের রাজ্য হইতে সৈয়দপুর, আমিদপুর, মুড়াগাছ ও মল্লিকপুর নামে চারিটি পরগণা বিচ্ছিন্ন করিয়া পুরস্কাররূপে ভবেশ্বরকে প্রদান করেন । * এই ভবেশ্বর

  • “The history of Bengal relates:that in 158o a rebellion broke out in Bengal, and that first Raja Todarmal, and afterwards Azim khan, were sent by the Emperor Akbar to supress it. Azim khan arrived in 1582 and had finished his work by 1583.

One of the warriors who came with him was Bhabeshwar Ray, and he was rewarded by being put in possession of the pargunnahs of Saydpur, Amidpur, Muragacha, and Mallikpur–part of the territories which had been taken from Raja Pratapaditya.” He enjoyed these possessions till 1588 (995 B. S. ) when he deid. অন্তর। “From the family records of the rajas of Chanchora, it appears