পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > * সৈন্তের কথা দৃষ্ট হয়। * ঘটককারিকায়ও তাহার অসংখ্য বলের পরিচয় পাওয়া যায়। এই সমস্ত আলোচনা করিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে, প্রতাপ অপরিসীম বলসঞ্চয় করিয়া অবশেষে মোগল-সেনাপতির সন্মুখীন হইয়াছিলেন । এবং বাঙ্গালী সৈন্ত ও সেনাপতি লইয়া তিনি বাঙ্গালীর বাহুবলের পরিচয় দিয়াছিলেন। এই সমস্ত সৈন্ত ও বল পরিচালনার জন্য প্রতাপ উপযুক্ত সেনাপতিসকলও নিযুক্ত করিয়াছিলেন। আমরা ঘটককারিক হইতে তাহদের অনেকের নাম অবগত হইয়া থাকি। ঘটককারকায় যাহারা উল্লিখিত হইয়াছেন, তাহাদের মধ্যে স্বৰ্য্যকান্ত গুহ প্রধান সেনাপতি ছিলেন। রঘু নামক সেনানী পূৰ্ব্ব-দেশীয় সৈন্তের, রুড ফিরিঙ্গী সৈন্তের, মুখ গুপ্ত সৈন্তের, মদন মাল ঢালিগণের, প্রতাপসিংহ দত্ত রথিগণের অধিপতি নিযুক্ত হন । রুড সম্ভবতঃ গোলন্দাজ সৈন্তগণকে পরিচালনা করিতেন। এতদ্ভিন্ন প্রতাপের জ্যেষ্ঠপুত্র কুমার উদয়দ্বিত্যও সৈন্ত পরিচালনা করিয়া আপনার বাহুবলের পরিচয় দিয়াছিলেন । রামরাম বস্ন মহাশয় কমল খোজা নামক জনৈক বীরপুরুষকে প্রতাপের বিশ্বস্ত অনুচর বলিয়া নির্দেশ করিয়াছেন। কেহ কেহ শঙ্কর চক্ৰবৰ্ত্তী নামক জনৈক ব্রাহ্মণ-তনয়কে তাহার সহচর বলিয়া উল্লেখ করিয়া থাকেন । কিন্তু আমরা কোনও প্রামাণ্য প্রাচীন গ্রন্থে তাহার উল্লেখ দেখিতে পাই নাই। তবে তাহার সম্বন্ধে কোন কোন প্রবাদ প্রচলিত আছে প্রতাপের সহিত র্তাহার কিরূপ সম্বন্ধ ছিল, তাহা প্রতাপের সেনাপতি নিয়োগ । x (৯৮) টিল্পনী ও (খ) পরিশিষ্ট দেণ । S SSDDD BBBBB BBBS BBBS BB BBB BBB DDD S DDD BBB BB BBB BB BBB BB BBBBBB BBS BB DDS DDD BBBBB তিনি বিপন্ন হন, এবং প্রতাপের সহিতই বার্তাহার কিরূপ নিগুঢ় সম্বন্ধ ছিল, তাহা বুঝ Եր