পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N » R আমরা স্থির করিয়া উঠিতে পারি না । কালিদাস রায় নামে প্রতাপের আর একজন সেনানীর নামও শুনা যায়। কেহ কেহ তাহাকে ভারতচন্দ্রের লিখিত “সেনাপতি কালী’ বলিয়া প্রমাণ করিতে চাহেন । * আমরা কিন্তু যশোরের অধিষ্ঠাত্রী দেবীকেই তাহ বিবেচনা করিয়া থাকি । প্রতাপ যেরূপ সৈন্তসংগ্রহ ও বলসঞ্চয় করিয়া প্রবল পুরাক্রান্ত হইয়া ছিলেন । সেইরূপ তিনি পণ্ডিত ও গুণীদিগকে আপনার সভায় আহবান করিয়া প্রকৃত গুণগ্ৰাহী রাজা বলিয়া বিখ্যাত হইয়া উঠেন। রাজা বসন্ত রায়ের সভায় শ্ৰীকৃষ্ণ তর্কপঞ্চানন অবস্থিতি করিয়া যেমন তাঁহাকে গৌরবান্বিত করিয়া রাথিয়াছিলেন, † সেইরূপ প্রতাপের সভায়ও . একজন সভাপণ্ডিত উপস্থিত থাকিয় তাহার সভাকেও মহিমাময় করিয়া রাথেন। সেই পণ্ডিতপ্রবরের নাম অবিলম্বসরস্বতী, তাহাব প্রকৃত নাম কি জানা যায় না, তবে তিনি ‘অবিলম্ব সরস্বত্য’ বলিয়া খ্যাতি লাভ করিয়াছিলেন । সরস্বতীমহাশয় একজন সাধক ও কবি বলিয়া বিখ্যাত। তিনি অতিদ্রুত কবিতা রচনা করিতে পাবিতেন বলিয়া অবিলম্ব-সরস্বতী উপাধি প্রাপ্ত হন। অবিলম্ব-সরস্বতী প্রতাপাদিত্যের পৌরোহিত্যও করিতেন বলিয়া শুনা যায়। সরস্বতী-মহাশয়ের প্রতাপাদিত্য সম্বন্ধে দুই একটি কবিতা অদ্যাপি প্রচলিত আছে। : ংস্কৃতভাষাজ্ঞ পণ্ডিত ব্যতীত প্রতাপের সভায় অনেক বঙ্গভাষার পদকর্তা প্রতাপাদিত্যের সভা । যায় না। শ্ৰীযুক্ত সতীচরণ শাস্ত্রী মহাশয় শঙ্করকে প্রতাপের সহিত যেরূপ ভাবে সম্বন্ধ করিয়াছেন, কোন প্রাচীন গ্রন্থ হইতে আমরা তাহার প্রমাণ পাই নাই। শাস্ত্রী মহাশয় শঙ্করের বংশধর ; সুতরাং তিনি এ বিষযের বোধ হয় প্রমাণ দিতে পারেন।

  • বাবু সতীশচন্দ্র মিত্র উগষ্ট বলিন্তে চাছেন। ভারতী পৌষ ১৩১• “সেনাপতি কালী” প্রবন্ধ দেখ ।
  • বসন্তরায়ের সম্ভাবর্ণন, মূল ২৮৬ পৃঃ দেখ ।
  1. মূল ৩৭ °৩৭১ পৃ: দেখ।