পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ᏹ$ 8 পশ্চিমভাগে ও প্রতাপের রাজ্য পুৰ্ব্বভাগে পড়িলেও একের কোন কোন স্থান অপরের অংশেও পড়িয়াছিল চাকসিরি বা চক শ্ৰী নামে একটি স্থান যশোররাজ্যের পূৰ্ব্বসীমায় ছিল। উহা বৰ্ত্তমান বাগেরহাটের নিকট । চাকসিরি বসন্তরায়ের অংশে পড়ে। প্রতাপ আপনার বলসঞ্চয় আরম্ভ করিয়া চাকসিরিকে নৌবাহিনীর স্থান করিবার জন্ত বসন্তরায়ের নিকট তাহা প্রার্থনা করেন। বিশেষতঃ উহ। তাহার অংশের দিকেই ছিল ; এবং তাহার অবস্থান নৌবাহিনী রক্ষার উপযোগী হওয়ায়, প্রতাপ তজ্জন্ত বসন্তরায়কে বারংবার অনুরোধ করেন ; বসন্তরায় চাকসিরি প্রদান করিতে অত্যন্ত অনিচ্ছুক ছিলেন। তিনি প্রতাপকে সুস্পষ্টরূপে কোনরূপ উত্তর না দেওয়ায়, প্রতাপকে অনেকবার বসন্তরায়ের নিকট যাইতে হয় ; তথাপি তিনি চাকগিরি পাইতে সমর্থ হন নাই। এই জন্ত একটি প্রবাদ-বাক্যের স্বষ্টি হইয়াছিল । * বসন্তরায় চাকসিরি ছাড়িয়া না দেওয়ায়, প্রতাপ তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন । এ দিকে আবার র্তাহার স্বাধীনতা প্রকাশে অসন্তুষ্ট হইয় বসন্তরায় তাহাকে বাদসাহের বিদ্রোহী না হওয়ার জন্ত বারংবার উপদেশ দেওয়ায়, প্রতাপ তাহাকে র্তাহার ভবিষ্যৎ উন্নতির কণ্টকস্বরূপ মনে করেন, এবং সেই কণ্টক উন্মোচনের জন্ত সুযোগ অন্বেষণেও প্রবৃত্ত হন। বসন্তরায়ও প্রতাপের অভিসন্ধি বুঝিতে পারিয়া সতর্কত অবলম্বন করেন। কিন্তু প্রতাপের প্রতি স্নেহ তিনি একেবারে বিস্তৃত হইতে পারেন নাই। যাহাকে বাল্যকাল হইতে পুত্র অপেক্ষাও প্রিয়তররূপে পালন করিয়া আসিয়াছেন, তাহাকে একেবারে শক্রও মনে করিতে পারিতেন না । তিনি যেরূপ উদারচরিত্র মহাপুরুষ ছিলেন, তাহাতে তিনি জগতে কাহাকেও শত্রু বিবেচনা করিতেনু কি না সন্দেহ । বিশেষতঃ যে প্রতাপ তাহার অত্যন্ত স্নেহেয় • “লারারত পাক ফিরি, তবু না পাই চাকসিরি।”