পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S (t বস্তু ছিল, তিনি তাহাকে কদাচ অবিশ্বাস করিতে পারিতেন না । কিন্তু তাহার উপযুক্ত পুত্ৰগণ প্রতাপের দুব্যবহার স্মরণ করাইয়া দিয়া, তাহাকে একটু সতর্ক করিয়া দিয়াছিলেন। পরস্পরের এইরূপ ভাবে পরে এক ভয়াবহ ব্যাপার অনুষ্ঠিত হইল । উত্তরোত্তর বিদ্বেষভাব বৰ্দ্ধিত হওয়ায় প্রতাপ মনে মনে বসন্তরায়কে এ জগৎ হইতে অপসাবিত করিবার ইচ্ছা করিলেন। তিনি তাহার সুযোগ অন্বেষণেও প্রবৃত্ত হন । তাহার বিদ্বেষভাব এতদূর প্রবল হইয়াছিল যে, তিনি তজ্জন্ত বীরোচিত ধৰ্ম্ম পরিত্যাগ করিতে কুষ্ঠিত ছিলেন না। প্রকষ্ঠ যুদ্ধেই হউক বা গোপনে হউক, তিনি বসন্তরায়ের প্রাণসংহার করিবেন ইহাই স্থির করিয়া বসিলেন । বমিরাম বসু মহাশয় বলেন যে, রাজা বসন্তরায়ও সুশিক্ষিত যোদ্ধা ছিলেন, ক্টাহয় ‘গঙ্গাজল’ নামে তরবারি হস্তে থাকিলে, পঞ্চাশত জনও র্তাহার সম্মুখে অগ্রসর হইতে পারিত না । সেই জন্ত প্রতাপ নিরস্ত্র বসন্তরায়কে গোপনে হত্যা করিবার চেষ্টা করেন। প্রতাপের তাহাই একমাত্র ইচ্ছা না হইলেও তিনি যে তাহাকে অন্ততম উপায়রূপে স্থির করিয়াছিলেন, ইহা অনুমান কব যায়। বসু মহাশয় বলেন যে, বসন্তরায় পিতার সাম্বৎসরিক শ্রদ্ধ-দিবসে নিরস্ত্র অবস্থিতি করিতেছিলেন। সে দিন তাহার প্রাসাদদ্বার অবারিত। প্রতাপ সেই সুযোগ পাইয়া দ্রুতবেগে পুরীব মধ্যে প্রবেশ করেন, তাহাকে আসিতে দেখিয়া বসন্তরারের জনৈক ভৃত্য র্তাহাকে সংবাদ দেয়। বসন্তরায় প্রতাপের এরূপভাবে পুরী প্রবেশে সন্দিহান হইয়া ভৃত্যকে ‘গঙ্গাজল’ নামক তরবারি আনিতে আদেশ দেন। কিন্তু ভৃত্য ভ্রমক্রমে একটি পাত্রে করিয়া প্রকৃত গঙ্গাজল আনয়ন করিলে, রাজা আপনার মৃত্যু আসন্ন বলিয়া বুঝিতে পারেন । ইতিমধ্যে প্রতাপাদিত্য র্তাহার নিকটে উপস্থিত হইয়৷ তরবারির আঘাতে বসন্তরায়ের মুণ্ড দেহ হইতে বিচ্ছিন্ন করিয়৷ বসন্তরায়ের হত্যা ।