পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৭ হত্যা করিয়া প্রতাপাদিত্য একচ্ছত্র রাজা হন । * রামরাম বসু মহাশয় বলেন যে, প্রতাপাদিত্য স্বীয় জামাত রামচন্দ্র রায়কে গোপনে হত্যা করার ইচ্ছা করিলে, রামচন্দ্র স্বীয় পত্নী বিন্দুমতী ও শু্যালক উদয়াদিত্যের সাহায্যে পলায়ন করিয়া জীবনরক্ষা করিতে সমর্থ হন। প্রতাপাদিত্য বসস্তুরারকে ইহার মূল মনে করিয়া তাহাকে হত্যা করিতে সংকল্প করেন, এবং তাহারই পরে তাহার হত্যা সম্পাদিত হয় । জেসুইট পাদরীগণের . বিবরণ ও ভুজারিক প্রভৃতির গ্রন্থ হইতে জানা যায় যে, ২৬০২ খৃঃ অব্দে রামচন্দ্র রায় স্বীয় রাজ্য হইতে অনুপস্থিত থাকায় আরাকানরাজ র্তাহার রাজ্য অধিকার করিয়া লন । এই সময়ে রামচন্দ্র রায় বিবাহের জন্ত যে যশোরে উপস্থিত ছিলেন, তাহাও জানিতে পারা যায়। কুলাচাৰ্য্যগণ বলেন যে, প্রতাপাদিত্য বিবাহ-রাত্রিতে রামচন্দ্রকে হত্যা করার চেষ্টা করিয়াছিলেন । বসুমহাশয় বিবাহের পর কোন সময়ে তাহার উল্লেখ করেন। ফলতঃ বিবাহসময়ে অবস্থিতিকালে যে প্রতাপাদিত্য রামচন্দ্রকে নিহত করার চেষ্টা করিয়াছিলেন, ইহাই আলোচনা দ্বারা স্থির হইয়া থাকে, এবং ১৬০২ খৃঃ অব্দে তাহাঙ্গ যে ঘটিয়াছিল, ইহাও প্রতাত হয় । সুতরাং বসুমহাশয়ের উক্তি প্রকৃত হইলে ১৬০২ খৃঃ অব্দে বসন্তরায়ের হত্য সম্পাদিত হইয়াছিল বলিয়া অনুমিত হয়, এবং যশোরের ঘটকগণের উক্তির সহিত তাহার ঐক্যও হইতেছে। কিন্তু এ বিষয়ে আমরা সন্দিহান হইয়া থাকি। যশোরের ঘটকগণের লিখিত কোন অন্ধই প্রকৃত নহে। সুতরাং আমরা এস্থলে তাহকে প্রামাণ্য বলিয়া স্বীকার করিতে পারি না, এবং বস্থ মহাশয়ের উক্তিও আমাদের নিকট যুক্তিযুক্ত বলিয়া বোধ হইতেছে না। আমরা নিম্নে কয়েকটি কারণ নির্দেশ করি

  • "যুগযুগোধুচন্ত্ৰেচ শকে হত্বা বসন্তকং ।

প্রতাপাদিত্যনামাসে জায়তে নৃপতি মহান ।”