পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > グ তেছি। আমরা পূৰ্ব্বে বলিয়াছি যে যশোর বাজা দশ আন ছয় আনা ভাগে বিভক্ত হয় এবং সাধারণতঃ তাহার পূর্বভাগ প্রতাপাদিত্যের ও পশ্চিমভাগ বসন্ত রায়ের অংশে পড়ে। উভয়েই স্বাধীন ভাবে আপন আপন অংশে প্রভুত্ব করিতেন। জেসুইট পাদরীগণ ১৫৯৮-৯৯ খৃঃ অব হইতে ১৬০৩ পর্য্যস্ত বঙ্গদেশে অবস্থিতি করিয়াছিলেন। র্তাহারা লিখিয়াছেন যে, প্রতাপাদিত্যের রাজ্য ভ্রমণ করিতে ১৫ বা ১০ দিন লাগিত ; এবং চ্যাণ্ডিকান লা সাগরদ্বীপ র্তাহার প্রতাপাদিত্যের রাজ্যের প্রধান স্থান বলিয়া উল্লেখ করিয়াছেন। তাহদের বর্ণনা হইতে সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায় ষে, প্রতাপাদিত্য সমস্ত যশোর রাজ্যেরই একাধীশ্বর ছিলেন । চ্যাণ্ডিকান বা সাগরদ্বীপ যে বদন্ত রায়ের অংশে ছিল, তাহাতে সন্দেহ নাই । তাহার হত্যার পর উহা প্রতাপাদিত্যের অধিকারে আইসে । সুতরাং পাদরীগণের উক্তি অনুসারে ১৫১৮ খু: অব্দের পূৰ্ব্বে বসন্ত রায়ের হত্যা হয় বলিয়৷ অনুমিত হইয়া থাকে। আবার আমরা জানিতে পারি যে, কচুরায় বাদসাহের নিকট আবেদন করিয়া মানসিংহকে লইয়। ১৬০৬ খৃঃ অব্দে প্রতাপাদিত্যের দমনে উপস্থিত হন। প্রতাপাদিত্যের সঠিত যুদ্ধে কচুৱায় যেরূপ বীরত্ব ও বুদ্ধমত্ত প্রদর্শন করিয়াছিলেন, সে সময়ে অন্ততঃ তাহার বয়ঃক্রম বিংশতির নূ্যন ছিল না বলিয়াই বোধ হয়, বরঞ্চ বিংশতির কিছু অধিকই ছিল । বসন্ত রায়ের হত্যার সময় তিনি অল্পবয়স্ক ছিলেন। কুলাচাৰ্য্যগণ বলিয়া থাকেন যে, তাহার দ্বাদশ বৎসর বয়সের সময় তিনি জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন । আমরা কিন্তু তাহ স্বীকার করি না। কারণ, জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হইয়াই কচুরার মানসিংহকে লইয়া যশোরে উপস্থিত হন । সুতরাং যদি ঐ দ্বাদশ বর্ষকে কোনরূপে স্বীকার করিতে হয়, তাহী হইলে আমরা এইরূপ মনে করি যে, বসন্ত রায়ের হত্যার সময়ই র্তাহার বয়স দ্বাদশ বৎসর ছিল। সে সময়