পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\లి) একজন প্রধান ব্রাহ্মণের দ্বারা তাহাকে অভ্যর্থনা করিয়া পাঠান। সেমিবাবে রাজার সহিত র্ত্যহাদের সাক্ষাৎ হয়। * রাজার সহিত ধৰ্ম্মসম্বন্ধেও র্তাহীদের অনেক আলাপাদি হইয়াছিল। পাদরীর অনেক দেবতার উপাসক বলিয়া হিন্দুদিগকে নিন্দ করায়, রাজা তৰ্ভুক্তরে বলিয়ছিলেন যে, আপনারা যেমন স্বর্গদূতদিগের পূজা করেন, হিন্দুরাও তেমনি ঐ সমস্ত দেবতাকে তাহদের হায় পূজা করিয়া থাকে। 1 পাদরীরা চ্যাণ্ডিক্যান রাজ্যে ধৰ্ম্মপ্রচার ও গির্জানিৰ্ম্মাণের জন্ত রাজার নিকট হইতে ক্ষমতা-পত্র পাইয়াছিলেন। তাহারা আবার তাহা যুবরাজ উদয়াদিত্যের দ্বারা স্বাক্ষরিত করিয়া লন । সে সময়ে উদয়াদিত্যের বয়স প্রায় ১২ বৎসর ছিল। ইহার পর ফার্ণাণ্ডেজ তথা হইতে শ্রীপুর অভিমুথে যাত্রা করেন। ১৫৯৯ খৃঃ অব্দে ২০ নবেম্বর ফনসেক চ্যাণ্ডিকানে উপস্থিত হন। তিনি চটগ্রাম হইতে বাকলায় আগমন করেন, পরে তথ্য হইতে চ্যাণ্ডিকান পহুছিয়া ছিলেন। সোস বরাবরই চ্যাণ্ডিকানে অবস্থিতি করিতেন। সোমবারে তাহার রাজার সহিত সাক্ষাৎ করিতে যান। তাহার রাজাকে বেরিনগায়ের কমল লেবু উপহার দিয়াছিলেন । এই লেবু অত্যন্ত সুস্বাদু ও সে প্রদেশে তাহার মত লেবু পাওয়া যায় না। রাজ তাহাঁদের উপহারে

  • মূল ৪৪৩ পৃঃ

+ The king of Chandican (which lyeth at the mouth of Ganges) caused a Iesuite to rehearse the Decalogue who when he reproved the Indians for their polytheisme worshipping so many Pagodes : He said that they observed them but as, among them, their saints were worshipped: to whom how sauoury the iesuites distinčiion of douleia and latreia was for his satisfaction I leave to the Reader's judgment. This king, and the others of Bacola, and Arracan, have admitted the lesuite into their countrics, and most of these Indian Nations.” (Parcha’s His Pilgrimes. Fourth Part. Book V. P. 512)