পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> විද්’ তিনি কার্ভালোকে তথায় আহবান করিয়া তাহার হত্যা সম্পাদন করিয়াছিলেন। সুতরাং তাহাদের বর্ণনায় চ্যাণ্ডিকানাধিপতির অন্যতম আবাসস্থান যশোরের সুস্পষ্ট উল্লেখ থাকায়, তিনি যে প্রতাপাদিত্য এ বিষয়ে আর কোনরূপ সন্দেহ থাকিতে পারে না। এক্ষণে আমরা তাহাদের উল্লিথিত চ্যাণ্ডিক্যান কোথায় তাহ নির্দেশ করিতে চেষ্ট৷ করিতেছি। ত্রযুক্ত বেভারিজ সাহেব মহোদয় এই চ্যাণ্ডিকান যে প্রতাপের রাজধানী ধূমঘাটের সহিত অভিন্ন তাহ প্রতিপাদনেব চেষ্টা করিয়াছেন। তাহার প্রথম বক্তব্য এই যে, প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য দাযুদের নিকট হইতে চাদ খাঁ মসন্দরীর জায়গীর প্রাপ্ত হইয়াছিলেন। চাদ খার জায়গীর সম্ভবতঃ চাদ খা নামেই অভিহিত হইত, এবং প্রতাপাদিত্যের সময় পৰ্য্যন্তও সেই নামই প্রচলিত ছিল। প্রতাপাদিত্য যশোর হইতে ধূমঘাটকে স্বতন্ত্র করিয়া গঠন করেন, এবং সম্ভবতঃ তাহা চাদ খাঁর রাজধানীর স্থলেই গঠিত হয়। এই জন্ত চ্যাণ্ডিকান সম্ভবতঃ ধূমঘাটষ্ট হইবে । তিনি আরও বলেন যে, চ্যাণ্ডিকানাধিপতি যশোর হইতে কার্ভালোকে আহবান করিয়া পাঠান, এবং তথায় তাহাবু হত্যা সম্পাদিত হয়। পাদরীর সেই সময়ে চ্যাণ্ডিকানে ছিলেন ; কার্ভালোর মৃত্যু সংবাদ তাহাদের নিকট পরবর্তী মধ্যরাত্রিতে পহুছিয়ছিল। ইহাতে যশোর ও ধূমঘাটের ব্যবধানও বুঝা যাইতেছে । * আমরা কিন্তু বেভারিজ সাহেবের

  • “In reply to the questions, where was Chandican, and who was its king 2 I answer that, as I believe Chandican to have been identical with Dhumghat, or at least in the same neighbourhood, it must have lain in the Twentyfour Parganas, and near the modern bazar of Kaliganj, and that its king was no other than Pratapaditya.

My reasons fot this view are firstly, that Chandican is evidently