পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు 83 সাগরদ্বীপের অবস্থানের সহিত ঐক্য হওয়ায়, এবং চ্যাণ্ডিকানাধিপতি ও সাগরদ্বীপাধিপতি প্রতাপাদিত্য হওয়ায়, চ্যাণ্ডিকান যে সাগরদ্বীপ, তাহাতে আর কোনই সন্দেহ থাকিতে পারে না। যশোর হইতে সাগর দূরে অবস্থিত হওয়ায় কার্ভালোর মৃত্যু সংবাদ তথায় পৌছিতে কিছু Iবলম্ব হইয়াছিল । যে সময়ের মধ্যে সে সংবাদ যশোর হইতে সাগরে পহুছায়, উভয়ের দূরত্বানুসারে বর্তমান সময়ে তাহ অসম্ভব মনে হইতে পারে ; কিন্তু সে সময়ে দ্রুত জলযানযোগে সৰ্ব্বদা যেরূপ গতায়াত হইত, এবং কার্ভালোর জাহাজ ও সম্পত্তি প্রভৃতি চ্যাণ্ডকান বা সাগরে থাকায়, প্রতাপাদিত্যের আদেশে সে সমস্ত করায়ত্ত করার প্রয়োজনে, আরও শীঘ্ৰ তথায় সংবাদ পহুছিয়াছিল । সুতরাং পাদ্রীগণের বর্ণনানুসারে যশোর হইতে চ্যাণ্ডিকানের দুরত্বে তাহাকে সাগর বলিয়াই প্রতীত হইতেছে। ইউরোপীয়গণ সাগরকে চ্যাণ্ডিকান বলিতেন বলিয়। প্রতাপাদিত্যের রাজ্যও চ্যাণ্ডিকান নামে অভিহিত হইত। পরবর্তীকালে কেহ কেহ সপ্তগ্রাম প্রদেশকেও চ্যাণ্ডিকান বলিয়াছেন। • সপ্তগ্রাম প্রদেশ বা সরকার সাতগার অধিকাংশই প্রতাপাদিত্যের রাজ্যভুক্ত ছিল। ভাগীরথীর পূর্বভাগস্থ সরকার সাতগায়ের সমস্তই প্রতাপাদিত্যের অধিকৃত ছিল । তবে চ্যাণ্ডিকান নামের স্পষ্ট কিরূপে হইয়াছে তাহ আমরা অবগত নহি । উহা কোন দেশীয় নাম হইতে উৎপন্ন কি পৰ্টুগীজের উহায় নূতন নামকরণ করিয়াছিলেন, তাহা বলা যায় না। তাহার যেমন রাখিয়াং হইতে আরাকান ও

  • “La province on se tronne le port d l' Quest est name Satigam, an cienne Kandecan. Elle renferme Satigam, Haugli Schandernagor, Calcutta De, sitwees sar le petit Gange le Bagrati." (Tean Bernmilli Description Historique, &c. Vol. II. Part 2. P. 408.) ©

2 o'