পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ly তাহার বিষয় অনুসন্ধান করিতে প্রবৃত্ত হন, কিন্তু তাহার কোনই পরিচয় পান নাই। রাজমাতা তাহার বিষয় অবগত হইয়া স্বয়ং নৌকাতে আসিয়া বিন্দুমতীর সহিত সাক্ষাৎ করেন। পরে তিনি বধূকে রাজবাটতে লইয় যান। কিন্তু রামচন্দ্র ৰ্তাহার সহিত সাক্ষাৎ করেন নাই। তজ্জন্ত বিন্দুমতী ক্ষুণ্ণ মনে চন্দ্রদ্বাপ পরিত্যাগ করিয়া কাশী যাত্রা করেন। রামচন্দ্র র্তাহার সহিত যে দুর্ব্যবহার করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। কারণ, তিনি বিন্দুমতীর জন্তই আত্মরক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন , যে সাধী পতিপ্রাণ বিন্দুমতী তাহার প্রাণ রক্ষা করিয়া আবার নিজেই তাহার দর্শনলাভে উপস্থিত হইয়াছিলেন, রামচন্দ্রের তাহকে প্রত্যাখ্যান করা যে সাধুজনোচিত হয় নাই, ইহা স্বীকার করিতেই হইবে। বিন্দুমতী কাশী হইতে পুনরাগত হইয়াছিলেন কি না জানা যায় না । * \ পটুগীজ সেনাপতি কার্ভালো সনদ্বীপ অধিকার করিলে আরাকানরাজ সেলিমস তাহ অধিকারের জন্ত সচেষ্ট হন। সেই সময়ে পটুগীজগণের সহিত র্তাহার বিবাদ উপস্থিত হয়। চট্টগ্রাম ষন্দরে তাহদের বাণিজ্য-শুল্ক লইয়া বিবাদ বাধিয়া উঠে। এই সময়ে মগের কতকগুলি খৃষ্টানকে ক্রীতদাস করিবার জন্ত উদ্যোগী হইলে পাদরী ফার্ণাণ্ডেজ তাহাতে বাধা প্রদান করেন। তজ্জন্ত তাহারা তাহকে প্রহার করিয়া তাহার একটি চক্ষু নষ্ট করিয়া দেয়, ও র্তাহাকে কারাগারে নিক্ষেপ করে। বাউয়েসও কারাগারে বন্দী হইয়াছিলেন। ১৬০২ খৃঃ আঁকোর ১৪ই নবেম্বর উক্ত কারাগারেই ফাৰ্ণাণ্ডেজের মৃত্যু হয়। বাউয়েস শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাহাকে তথায় সমাহিত করেন। পরে তাহারা মুক্তিলাভ করির চট্টগ্রাম পরিত্যাগ করিয়া সনদ্বীপে উপ কার্ভালোর হত্য • জীযুক্ত সতীশচন্দ্র রায় চৌধুরী প্রভৃতি রামচন্ত্রের পুত্ৰ ৰীৰ্ত্তি নারায়ণৰে বিন্দুমতীর গর্ভজাত বলিয়াছেন। ইহার কোন প্রমাণ আছে কি না আমরা অবগত মহিষ্ট্র