পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3&శి করেন। বিষ্ণুপুরের রাজা বীর হাম্বরের চেষ্টায় জগৎসিংহ প্রাণরক্ষা করিয়া হান্ধীরের সহিত বিষ্ণুপুরে যান। হাম্বীর কতলুর পক্ষেই ছিলেন । পরে মোগলদিগের বগুত স্বীকার করেন। ইহার অব্যবহিত পরে কতলুর মৃত্যু হইলে, আফগানের মোগলদিগের সহিত সন্ধির প্রস্তাব করে। ইশা খাঁ কতলুর পুত্রত্ৰয় নসীব, লোদী ও জামলের অভিভাবকস্বরূপে আফগানগণের নেতা হইয় তাহাদিগকে কিছুকাল শান্তভাবে রাখিয়৷ ছিলেন। এই সময়ে জগন্নাথ প্রদেশ আফগানগণের হস্তচু্যত হইয় বাদসাহের অধিকারে আসে। ইশার মৃত্যুর পর তাহার পুত্র সুলেমান ও ওসমান আফগানগণের নেতা হইয়া জগন্নাথ অধিকার করিলে, মানসিংহ তাহাদের বিরুদ্ধে যুদ্ধ যাত্র করেন। আফগানের কতলুর ও ইশার পুত্রগণের অধীনে সমবেত হইয়া মানসিংহের সম্মুখীন হন। মানসিংহ তাহা দিগকে পরাজিত করিয়া সমস্ত উড়িষ্য বাদসাহের সাম্রাজ্যভুক্ত করিয়া লন। আকবরের পৌত্র মুলতান খসরু উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত হইয়া তাহার আয় জায়গীরস্বরূপে গ্রহণ করেন। ইহার পর মানসিংহ কিছুকালের • জন্ত বাঙ্গল পরিত্যাগ করিয়া গমন করিলে, পুনৰ্ব্বার আফগানের ওসমানের অধীনে স্বাধীনতা ঘোষণা করে। মানসিংহ তাহাদিগকে সেরপুর-আতাইএর যুদ্ধে পরাজিত করেন। সেই সময়ে ইশা খার সহিতও তাহার যুদ্ধ উপস্থিত হয়। আফগানগণ উড়িষ্যা হইতে বিতাড়িত হইয়৷ পূৰ্ব্ববঙ্গে জায়গীর লাভ করে। ওসমান তথায়ও বিদ্রোহিত্যচরণ করিয়া বাদসাহী থানাদার বাজবাহাদুরকে পরাজিত করিলে, মানসিংহ পুনৰ্ব্বার ওসমানকে পরাজিত করেন। ইহার পর কেদার রায় ও আরাকানাধিপতির সহিত র্তাহার যুদ্ধ উপস্থিত হয়। তাহাদিগকে পরাজিত করিয়া মানসিংহ বঙ্গে শাস্তি স্থাপিত করিতে সমর্থ হইয়াছিলেন। পরে তিনি বাঙ্গলার সুবেদারী পরিত্যাগ করিয়া ১৬০৪ খৃঃ অধো আগরায় গমন করেন, এবং আসন্ধ