পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○○ খ। জাফরবেগ বিহারের শাসনকর্তা নিযুক্ত হইয়া বাঙ্গলার কর্তৃত্বেরও ভার <धांश्ॐ झन । * পাঠানগণ ও কেদার রায় প্রভৃতি ভূইয়ার স্বাধীনতা অবলম্বন করিয়া ও মোগলের বিরুদ্ধে অভু্যথিত হইয় আপনাদের যেরূপ পরাক্রম প্রদর্শন করিয়াছিলেন, প্রতাপ সে সমস্ত অবগত হইয় আর শান্তভাবে অবস্থিতি করিতে পারিলেন না । এই সময়ে তিনি অনেক পরিমাণে বলসঞ্চয় করিয়াছিলেন। অন্যান্ত ভূইয়া বা পাঠানদিগের অপেক্ষ তাহার সৈন্তসংখ্যা বা পরাক্রম অল্প ছিল না । কাজেই তিনি পুনৰ্ব্বার স্বাধীনতা প্রকাশের ইচ্ছা করিলেন । আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, প্রতাপ আজিম খার সহিত সংঘর্ষের পর হইতে বাদসাহের বিদ্রোহিত্যচরণ করেন নাই, এবং তাহার কিছু পরেই মানসিংহ সুবেদার হইয় আসার, প্রতাপ আপনাকে তাহার সমকক্ষ মনে না করায়, তখনও পর্য্যস্ত স্বাধীনতা প্রকাশ করেন নাই। মানসিংহের সময়ে তিনি যে বাদসাহের অধীনতা স্বীকার করিতেন, তাহার অনেক প্রমাণ পাওয়া যায় । তাহাদের মধ্যে একটি প্রমাণ এই যে, মানসিংহ আফগানদিগকে পরাজিত ও উড়িষ্যা হইতে বিতাড়িত করিয়া তাহাদিগকে সরকার খালিফাবাদে জায়গীর প্রদান প্রতাপের পুনৰ্ব্বার স্বাধীনতাঘোষণা ।

  • Stewart সাহেব জাফরবেগ আসিফ খার পরিবর্তে আবদুল মজিদ আসিফ থাকে মানসিংহের পর বিহার ও বাঙ্গলার স্ববেদার বলিয়া উল্লেখ করিয়াছেন । কিন্তু তাহ। প্রকৃত নহে । ব্লকম্যান সাহেব তাহীর ভ্রম প্রদর্শন করিয়া লিথিয়াছেন—“Stewart (History of Bengal P. 12o) says Abdul Mujid Acaf Khan officiated in Ion 3 for Man Singh in Bengal. This is as impossible &c.” তিনি আসফ খাঁ জাফরঘেগৰেই উক্ত অব্দে বিহারের স্ববেদার নিযুক্ত হওয়ার কথা fossitsa “Bihar was given to Acaf (Jafar Beg) who moreover, was appointed to a Command of three thousand.” (Ain-i-Akbari,

P. 42) বিহারের শাসনকৰ্ত্ত নিযুক্ত হওয়ায় তাহার প্রতি ৰাঙ্গলার ভারও অর্পিত হয়।