পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3G 8 করেন। ৯ এই খালিফাবাদ যশোরের একাংশ, এবং তাহ প্রতাপদিত্যের রাজ্যের অন্তর্গত ছিল । সুতরাং যশোর রাজ্যের মধ্যে আফগানদিগকে জায়গীর দান করায় যশোরের অধিপতি যে বাদসাহের অধীনতা স্বীকার করিতেন, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। স্বতরাং ইহা হইতে সুস্পষ্টরূপে বুঝা যাইতেছে যে, মানসিংহ যত দিম বাঙ্গলায় অবস্থিতি করিয়াছিলেন, প্রতাপ তত দিন বাদসাহের বিরুদ্ধাচরণ করেন নাই। ১৬০৪ খৃঃ অব্দে মানসিংহ বাঙ্গলার সুবেদারী পরিত্যাগ করিয়া আগর গমন করেন এবং জাফরবেগ অসফ খাঁ তাহার স্থলে বিহারের সুবেদার নিযুক্ত হইয়া বাঙ্গলাশাসনেরও ভার প্রাপ্ত হন । আসফ খাঁ বিহারেই অবস্থিতি করিতেন, তজ্জন্ত তিনি বাঙ্গলার শাসনে তাদৃশ মনোযোগ প্রদান করিতে পারেন নাই । মানসিংহের গমনের পর প্রতাপ মহাসুযোগ প্রাপ্ত হইয়া পুনৰ্ব্বার আপনার স্বাধীনতা প্রকাশে প্রয়াসী হন। এই সময়ে তিনি যেরূপ ক্ষমতাশালী হইয়া উঠিয়ছিলেন, তাহাতে তিনি মোগল সৈন্তের সন্মুখীন হইতে বিন্দুমাত্র বিচলিত হন নাই। তাহার অধীনে সে সময়ে অনেক সুশিক্ষিত সৈন্ত অশ্বারোহী, পদাতিক ও

  • “Jagiers were assigned to the Afghan Chiefs in the district of Khaleefabad.” (Stewart). si Hitz" fārtotą Hwtw fiftstgą, “Khaleesabad or Jessore, further south on the skirts of the Sunderbunds on sult Marshy island, covered with wood on the sea-coast” &c (sth Report.) এই খালিফাবাদের মধ্যেই ভবেশ্বর রায়ের জমিদারী ছিল । আজিম থার প্রদত্ত তাহার চারি পরগণার মধ্যে আমদপুর, মুড়াগাছ ও মল্লিকপুরের উল্লেখ আইন আকবরীতে দেখা যায়। কিন্তু তাহাতে সৈয়দপুরের উল্লেখ নাই । সম্ভবতঃ সে সময়ে সৈয়দপুরের অন্ত নাম ছিল । সৈয়দপুরের নাম পরে প্রসিদ্ধ হইয় উঠে। আজিম -গায় প্রদত্ত কোন সনন্দ চাচড়ার রাজবংশের নিকট আছে কি না আমরা অবগত নহি । তবে উহাদের কোন কোন প্রাচীন কাগজ পত্রে উক্ত পরগণা চতুষ্টর প্রাপ্তির কথা আছে বলিয়া শুনা যায়। - -