পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> & Go গোলন্দাজ ছিল। তদ্ভিন্ন অনেক রণহস্তীও তাহার সহিত থাকিত। প্রতাপ এই অসংখ্য বলের সাহায্যে আপনাকে যারপরনাই বলীয়ান মনে করিয়া বাদসাহের অধীনতা ছেদন ও আপনাকে স্বাধীন নরপতি বলিয়া ঘোষণা করিলেন। তিনি স্বীয় নামে মুদ্রাঙ্কিত করিয়াছিলেন বলিয়াও শুনা যায়। ** প্রতাপের স্বাধীনতা ঘোষণার পূৰ্ব্বে কেদাররায় ইশা খা প্রভৃতি এ জগৎ হইতে চির বিদায় লইয়াছিলেন। কিন্তু আফগানগণ তখনও পর্য্যন্ত আপনাদের পরাক্রম প্রদর্শন করিতেছিল। তাহাদের উপদ্রবের সহিত প্রতাপের স্বাধীনতা মিলিত হইয়া বঙ্গভূমিতে এক অশান্তির স্বষ্টি করিয়া তুলিল। আসফ খাঁ এ সমস্ত নিবারণ করিতে সমর্থ হইলেন না। ক্রমে বাঙ্গলার এই সংবাদ বাদসহ-দরবারে উপস্থিত হইল । এই সময়ে রাজধানী আগরাতেও বিপ্লব উপস্থিত হয়। ১৬০৪ খৃঃ অব্দে আকবর বাদসাহের জ্যেষ্ঠ পুত্র সেলিম পিতার বিদ্রোহাচরণ করেন, এবং তাহাকে ভবিষ্যতে সিংহাসন প্রদান না করার জন্ত মানসিংহ ও আজিম খাঁ প্রভৃতি সচেষ্ট হন। মানসিংহ তৎকালে বাঙ্গলাল সুবেদারী পরিত্যাগ করিয়া আগরায় উপস্থিত হইয়াছিলেন। মানসিংহের পিতৃত্বসার } মানসিংহের পুনৰ্ব্বার বাঙ্গলায় আগমন ।

  • প্রতাপ যে নিজ নামে মুদ্রাঙ্কণ করিয়াছিলেন, ইহ। বঙ্গের অনেক স্থলে শুনিতে পাওয়া যায়। তাহার মুদ্র ত্রিকোণাকৃতি বলিয়। কথিত হইয়া থাকে । আমরা অনেক চেষ্টাতেও একটি সংগ্ৰহ করিতে বা দেখিতে পাই নাই। রাজা বসন্তরায়ের বংশধরগণের মধ্যে র্যাহার সে মুদ্রা দেখিয়াছেন বলিয়া থাকেন, তাহার। তাহাতে এইরূপ লিখিত আছে বলেন। সন্মুখ ভাগ—“শ্ৰীশ্ৰীকালী প্রসাদেন ভবতি শ্ৰীমন্মহারাজপ্রতাপাদিত্যরায়স্ত” পশ্চাত্তীগ—“বদৎছিক্কাবছিমে জরবে বাঙ্গালী মহারাজ প্রতাপাদিত্য জদাল ।”

+ সাধারণতঃ জানা যায় যে, থসরু মানসিংহের ভাগিনেয়, কিন্তু জাহাঙ্গীরের আত্মজীবণীতে তাহাকে মানসিংহের পিতৃধৰ্ম্মপুত্র বলিয়াই জানা যায়।