পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to পুতগণের বংশধরেরা মুর্শিদাবাদ জেলায় বাস করিতেছেন। ৯ মুর্শিদাবাদ প্রদেশ অতিক্রম করিয়া তিনি যে কৃষ্ণনগর প্রদেশে উপস্থিত হন, সে বিষয়েরও অনেক প্রমাণ আছে। কৃষ্ণনগরের কিছু দূরে জলঙ্গী বা খড়িয়া নদীতীরস্থ চাপড়া গ্রামের পরপারে নদীতীরে কৃষ্ণনগর রাজবংশের আদি পুরুষ ভবানন্দ মজুমদার মানসিংহের সহিত সাক্ষাৎ ও তাহার প্রতি সন্মান প্রদর্শন করিয়া তাহার সৈন্তগণের পার হওয়ার জন্ত নৌকা ও রসদাদির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। । কথিত আছে যে, সেই সময়ে অনেক দিন ধরিয়া ঝড় বৃষ্টি হওয়ায়, ভবানন্দের সুবন্দোবস্তে রসদাদির কোনই অভাব হয় নাই। তজ্জন্ত মানসিংহ তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, এবং তঁহাকে সঙ্গে করিয়া যশোর পর্য্যন্ত লইয়াও যান। তাহার সঙ্গে পুৰ্ব্ব হইতে কচুরারও ছিলেন । ভবানন্দ এই সময়ে হুগলীর কাননগো দপ্তরে কোন কৰ্ম্মচারীর পদে নিযুক্ত ছিলেন, এবং তাহার যৎসামান্ত জমীদারীও ছিল। :

  • মুর্শিদাবাদ-কাহিনী ‘গিরিয়া প্রবন্ধ দেখ।

i मूल २०२ ७ २२१ श्रृं: । { ভবানন্দ সম্বন্ধে সাহিত্য ও নাট্য জগতে নান প্রকার অভিনয় হইতেছে। তাহীকে প্রতাপাদিত্যের অধীন কৰ্ম্মচারিরূপে চিত্রিত করিয় তাহীর দ্বারা ননি। প্রকার অভিনয় করা হইতেছে। আমরা কিন্তু উহার কোনও ঐতিহাসিক প্রমাণ পাই নাই । ভবানন্দ যে প্রতাপাদিতার অধীন কৰ্ম্মচারী ছিলেন, তাহ প্রথমে ডাক্তার যোগীন্দ্রনাথ ভট্টাচার্য্যের Hindu Castes and Sects Rinę sity që zg– “For a time Pratapaditya defied the great Akbar, and the conquest of his kingdom was ultimately effected by Raja Man Sing, chiefly through the treachery of Bhavananda Majumdar, who had been in the service of Pratapaditya as a pet Brahman boy.” Eitbf{} মুহাশয় কোন প্রমাণের বলে এরূপ লিথিয়াছেন, তাহার উল্লেখ করেন নাই। শ্ৰীযুক্ত সত্য চরণ শাস্ত্রীও ঐ মতের অনুসরণ করিয়াছেন। তিনি এতৎসম্বন্ধে যশোরের প্রবাদেরও উল্লেখ করেন। তাহার পর কোন কোন উপন্যাস ও নাটকে ভবানলের রন্থগুজনক অভিনয়ও দেখিতে পাওয়া যায়। আমরা কিন্তু ষে সমস্ত প্রমাণ পাইয়াছি, তাহাতে ভবানন্দকে BBBB BDDBB BBB BBB BBBBBB BBS DDS BBBBBD BBB প্তাহার কোনই সম্বন্ধের উল্লেখ পাওয়া যায় না।