পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や8 নিপতিত হইয়াছিলেন । অস্থাপি তাছাদের সমাধি তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। মানসিংহের সহিত যে বাইশ জন আমীর প্রতাপের সহিত যুদ্ধার্থে আগমন করিয়াছিলেন, তাহারা প্রাণবিসর্জন দিতে বাধ্য হইয়াছিলেন । * এই বাঙ্গালী বীর, তাহার সেনাপতি ও সৈন্যগণকে পরাজিত করিবার জন্য রাজা মানসিংহকে বিশেষরূপ প্রয়াস পাইতে হইয়াছিল। মেীতলা হইতে যশোর পর্যন্ত বিস্তৃত ক্ষেত্রে উভয়পক্ষের এই ঘোরতর যুদ্ধ হয়। মানসিংহ মেীতলার নিকটে প্রতাপের সৈন্তগণকে পরাজিত করিতে না পারিয়া যুদ্ধ করিতে করিতে ক্রমে ক্রমে যশোর দুর্গের নিকট উপস্থিত হন। প্রতাপও সসৈন্তে দুর্গমধ্যে প্রবিষ্ট হইয়া আত্মরক্ষা করেন ও মোগল সৈন্তের আক্রমণ ব্যর্থ করিবার জন্ত সচেষ্ট হন । ইহার পর মানসিংহ জ্বৰ্গভেদ করিবার জন্ত প্রয়াস পান, এবং তিনি তাহাতে সমর্থও হইয়াছিলেন। পরে তাহার উল্লেখ করা যাইতেছে। এই যুদ্ধের সময় প্রতাপকে তাহার উপাস্ত দেবী যশোরেশ্বরী পরিত্যাগ করিয়াছিলেন বলিয়া প্রবাদ প্রচলিত আছে। যদিও তাহার কোনও ' ঐতিহাসিক ভিত্তি নাই, তথাপি যে ঘটনা উপলক্ষে এই প্রবাদের স্বষ্টি হয়, সে ঘটনাকে একেবারে অমূলক বলা যায় না। সেইজন্ত আমরা সেই ঘটনা ও তাহা হইতে যে প্রবাদের স্বষ্টি হইয়াছে তৎসম্বন্ধে কিছু আলোচনা করিতে ইচ্ছা করি। বিশেষতঃ সেই প্রবাদ হইতে আবার যশোরেশ্বরীকে মানসিংহের অম্বরে লইয়া যাওয়ার একটি কথাও রটিত হইয়াছে। মানসিংহের অম্বরে দেবী

  • ঈশ্বরীপুরে অদ্যপি আমীরগণের সমাধি বিদ্যমান আছে। তথায় এক স্থানে কতকগুলি সমাধি আছে, তাহাকে মানসিংহের সহিত আগত ১২ জন আমীরের গোর বলিয়া থাকে। আবার বারওমরার গোর নামে আরও একটি স্থান আছে, তাহাকে প্রতাপাদিত্যের সেনাপতিগণের গোর বলে । (Ancient Monumentsjn Bengal &T & ৯• টিল্পনী দেখ ) আমরা কিন্তু উভয় গোরকেই মানসিংহের সহিত আগত আমীরগণের পোর বিবেচনা করি (৯ টিল্পনী ) দেখ।

যশোরেশ্বরী ও প্রতাপ ।