পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ԳՖ .ঙ্গর উদারতার সাক্ষ্য প্রদান করিতেছে । তিনি নবাগত খৃষ্টান পাদরীব্লগকে সমাবে আহবান করিয় তাহাদিগকে ধৰ্ম্ম প্রচারের জন্ত আদেশ দিয়াছিলেন। মুসন্মানগণ ও র্তাহার রাজ্যমধ্যে অবাধে আপনাদের ধৰ্ম্ম কার্য সম্পাদন করতে পারিত, এবং তিনি স্বয়ং হিন্দু হইয়া হিন্দুদগের জন্তও নানা প্রকার চেষ্টা কবিয়াছিলেন। তাহার হৃদয় উদারতার পূর্ণ না থাকিলে তিনি কখন এরূপ অনুষ্ঠান করিতে পাবিতেন ন। এরূপ ঔদায্য যে বিরল তাহ স্বীকার করিতেই হুইবে । তিনি যেরূপ উদার ছিলেন, সেইরূপ দাতাও ছিলেন । তাহার দান সম্বন্ধে নানারূপ প্রবাদ প্রচলিত আছে, এবং কোন কোন প্রবাদ-বাক্যের কৃষ্টিও হইয়াছে। + তিনি এক সময়ে কল্পতরু হইয়া উঠিয়াছিলেন, এবং প্রবাদ মুখে শুনা যায় যে, কোন ব্রাহ্মণেব প্রার্থনানুসারে তিনি উক্ত ব্রাহ্মণকে স্বীয় রাণী পৰ্য্যন্ত প্রদান করিতে ইচ্ছা করিয়াছিলেন । ব্রাহ্মণ র্তাহার দান শক্তির পরীক্ষার জন্ত ঐৰূপ প্রার্থনা করিয়াছিলেন বলিয়। উক্ত হইয়া থাকে। তাহার রাজ্য মধ্যে কত ব্রাহ্মণ ও কায়স্থাদি অষ্ঠাষ্ঠ জাতি যে ভূসম্পত্তি লাভ করিয়াছিল তাহার ইয়ত্ত নাই। তাহার চরিত্র ইন্দ্রিয়দোষশৃষ্ঠ ছিল, এবং ইন্দ্রিয়পবায়ণ ব্যক্তিগণের প্রতি তিনি ঘৃণা প্রদর্শন করতেন। পরোপকারের জন্য র্তাহার চিত্ত সৰ্ব্বদ ধাবিত হইত। তিনি স্বীয় রাজধানীতে অতিথিশালা স্থাপন করিয়া তাইfর পরিচয় প্রদান করিয়াছিলেন। প্রতাপ স্বধৰ্ম্মপরায়ণ ছিলেন, তিনি প্রকৃত সাধকের ন্তায় আপনার ধৰ্ম্মাচরণ করিতে চেষ্টা কবিতেন । চতুদিকে মুসন্মান প্রাধান্ত বিদ্যমান থাকিতেও তিনি স্বধৰ্ম্মের গণ্ডী অতিক্রম করেন নাই। অথচ অন্ত কোন ধৰ্ম্মের প্রতি তিনি ঘৃণা বা "স্বর্গে ইন্দ্র দেবরাঞ্জ বাসুকী পাতালে, প্রতাপ আদিত্য রায় অবনীমণ্ডলে ।”