পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮০ t - মুকুন্দপুরের উত্তরে বারাকপুর নামে একটি স্থানও আছে। তথা ছুর্গের বহির্ভাগে কতকগুলি সৈন্তাবাস স্থাপিত হইরাছিল বলিয়া তাহাকে বারাকপুর কহে। প্রথমে ঐ সমস্ত সৈন্ত্যের প্রহরী- ? স্বরূপে অবস্থিতি করিয়া শত্রপক্ষের আগমনসংবাদ গোচর করিত, এবং প্রয়োজনানুসারে তাহাদিগকে বাধা প্রদানের জন্ত প্রবৃত্ত হইত |-| পটুগীজদিগের তত্ত্বাবধানে ঐ সমস্ত সৈন্তাবাস নিৰ্ম্মিত হইয়াছিল বলিয় তাহাদিগকে ‘বারাক’ বলিত, এবং তদনুসারে উক্ত স্থানের বারাকপুর নামকরণ হইয়াছে। এ মুকুন্দপুরের পরপারে যমুনার পূৰ্ব্বতীরে কুশলী নামে একটি স্থান দৃষ্ট হইয়া থাকে। ইহা একটি বিস্তৃত প্রস্তর। প্রাচীন যশোর রাজধানীর শেষ উত্তর সীমায় ইহা অবস্থিত ছিল । ইহার কুশলী ক্ষেত্র। বিস্তীর্ণ সমতলক্ষেত্রে সেনাগণের সামরিক শিক্ষা প্রদত্ত হইত। তজ্জন্ত তথায় অধিক পরিমাণে গৃহাদি নিৰ্ম্মিত হয় নাই। অস্থাপি তথায় মৃৎপ্রাচীর ও সুড়ঙ্গাদির ভগ্নাবশেষ দৃষ্ট হইয়া থাকে। এই স্থানের মৃত্তিকাখননকালে কখনও কখনও গোলাগুলি বহির্গত হয়। - কুশলী হইতে উত্তরদিকে ও বর্তমান কালীগঞ্জ নামক প্রসিদ্ধ স্থানের অব্যবহিত উত্তরে দমদমা নামে একটি স্থান আছে। তথায় গোল- গুলি নিৰ্ম্মাণের স্থান ছিল বলিয়া কথিত হইয়া থাকে। এই দমদম হইতে কুশলী পর্য্যন্ত স্থানে মধ্যে মধ্যে অনেক গোলাগুলি পাওয়া যায়। তজ্জন্ত এই স্থানকে গোলাগুলি নিৰ্ম্মাণের স্থান বলিয়া নির্দেশ করিয়া থাকে। * বারাকপুর। দমদমী । • ७३ मनल शनeजिब्र अवशन आौन शशाब ७ ७भकई नामक मानि अडेव ।