পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bbyS পতি হওয়ায় অধিকাংশ সময় ডায়েঙ্গায় অবস্থিতি করিত। কিছুকাল পরে মার্টুসের মৃত্যু হইলে ফতে খ নিজেই সনদ্বীপ অধিকার করিয়া লয়, এবং মোগল সুবেদারের সহিত গোপনে পরামর্শ করিয়া তাহাকে মোগল সাম্রাজ্যভুক্ত করিতে চেষ্টা করে, ও আপনাকে মোগল সেনাপতি বলিয়া পরিচয় দেয়। পাছে পটুগীজগণ প্রবল হইয়া আবার সনদ্বীপ অধিকার করে, এই আশঙ্কা করিয়া ফতে খাঁ সনদ্বীপস্থ পটুগীজগণকে স্ত্রীপুত্রপরিবারসহ নিহত করে, এবং দেশীয় খৃষ্টানগণও তাহার ক্রোধ হইতে নিস্কৃতি পায় নাই। ফতে র্থ অনেক পাঠান ও মোগল সৈন্তকে নিজ অধীনে নিযুক্ত করিয়া ৪০ খানি সুসজ্জিত জাহাজে পরিবেষ্টিত হইয়। আপনাকে অত্যন্ত পরাক্রমশালী বলিয়া মনে করিত। কৃবি বাণিজ্যে সনদ্বীপ লাভজনক হওয়ায়, তাহার রাজস্বে ফতে খার সমস্ত বায়ই নিরাহিত হইত। গঞ্জলেস ও তাহার সঙ্গী অন্যান্ত পটুগীজগণ ডায়েঙ্গ৷ হইতে পলায়িত সেই নয় দশ খানি জাহাজ লইয়া কিছুকাল এদিক ওদিক বেড়াইয়া অবশেষে ঘৃণিত দম্যতা অবলম্বন করিতে বাধ্য হয়। সেই সময়ে তাহাদের কোন সর্দার না থাকায় তাহার যদৃচ্ছাক্রমে হীন বৃত্তি অবলম্বন করে। তাহারা আরাকানরাজ্যে দসু্যতা করিয়া সেই সমস্ত লুষ্ঠিত দ্রব্য রক্ষার জন্ত বাকল রাজ্যের বন্দর সমুহে গমন করিত। বাকলারাজ রামচন্দ্র রায় পটুগীজগণের বন্ধু ছিলেন, তিনি তাহাদিগকে কোনরূপ বাধা প্রদান করিতেন না। যখন ফতে খ জানিতে পারিল যে, ঐ সমস্ত Sundeep frafagą i frg. Faria y Sausa a Portugues Asia RfAr toga John Stevens কর্তৃক ১৬৯৫ খৃঃ অকের অনুবাদে স্পষ্টই লিখিত আছে যে, “Fatican a resolute Moor, whom he ( Mattos) intrusted with the Island, in his absence, hearing of his death, makes himself master of it.” ইহাতে বোধ হয় কতে খ ঘাটুস কর্তৃক নিযুক্ত হইয় তাহার মৃত্যুর পর সনদ্বীপ অধিকার কবে, পরে মোগল সুবেদান্ধের সহিত মিলিত হর ।